গত ১৫ অক্টোবর প্রকাশিত হয়েছে গ্যালাক্টিকা ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যা। যারা দেখেননি তাদের জন্য আবার দেয়া হল।
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলার পথে, আমাদের বাংলাদেশের গতি মন্থরই বলা যায়। সকল ক্ষেত্রে নানা ভাবে বাংলার বিজ্ঞান ও প্রযুক্তি আরও এগিয়ে যাক এই আশাবাদ আমাদের সবার।
সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞানকে কিছুটা হলেও জানবে এবং বুঝতে শিখবে এই প্রত্যাশা এবং অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু আমাদের “গ্যালাক্টিকা” ম্যাগাজিনের। নিতান্তই সখের বসে করা এই ম্যাগাজিন এবং এর ওয়েব সাইটের মাধ্যমে আমাদের দেশে বিজ্ঞান নিয়ে আলোচনা আরও গতিশীল হবে এটাই স্বপ্ন এবং প্রত্যাশা।
যা যা আছে ম্যাগাজিনটিতে:
• প্রথমেই রয়েছে বিজ্ঞান নিয়ে প্রাথমিক কিছু ধারণা।
• বর্তমান বিজ্ঞানের একটি অসাধারণ বস্তু হল সিলিকন চিপ কিংবা আইসি কিংবা সেমিকন্ডাক্টর। তাই সেমিকন্ডাক্টর নিয়ে রয়েছে কিছু ধারনা।
• অন্ধদের লেখাপড়ায় ব্রেইল এর কোন তুলনা নেই। ম্যাগাজিনে ব্রেইল লিখা এবং পড়া সম্পর্কে পাবেন অনেক কিছু।
• জাপানে পারমানবিক দুর্ঘটনার কথা আমরা সবাই জানি। কিভাবে পারমানবিক কেন্দ্রগুলো কাজ করে তা জানতে রয়েছে নিউক্লিয়ার রিয়াক্টর এর কার্যপদ্ধতি।
• অটিজম নিয়ে কিছু কথা।
• গল্পে গল্পে কিছু গাণিতিক ব্যাপার।
• কেমন হতো যদি কালি মোছার প্রিন্টার থাকতো? মজার হতো তাইনা? রয়েছে এমন কিছু মজার ভবিষ্যৎ প্রযুক্তি।
• ফায়ারফক্স নিয়ে কিছু টিপস এবং ট্রিকস।
• প্রাফিন এবং নোবেল প্রাইজ ২০১০।
• আবেগ, অনুভূতির সাথে হরমোনের সম্পর্ক।
• কম্পিউটারের প্রয়োজনীয় কিছু টিপস।
• একটি সায়েন্স ফিকশন।
• মাত্রা এবং এটি নিয়ে আরও কিছু কথা।
• রয়েছে উইন্ডোজ ৮ নিয়ে কিছু তথ্য এবং ছবি।
• চোখের কিছু মজার ব্যাপার( কাজ ও নানান ত্রুটি)।
• এগুলো ছাড়াও আরও মজার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা।
• সবশেষে রয়েছে স্টিভ জবস নিয়ে কিছু তথ্য এবং তার বিখ্যাত ভাষণটি।
আশা করি ম্যাগাজিনটি আপনাদের ভালো লাগবে। ম্যাগাজিনটি নিয়ে আপনাদের পরামর্শ আরও সুন্দর এবং সাবলীল করবে ম্যাগাজিনটিকে। সকল পরামর্শ এবং সমালোচনা একান্তই কাম্য।
ম্যাগাজিনটি মাত্র ৪ মেগাবাইট। RAR ফাইল হিসেবে দেয়া হয়েছে মিডিয়াফায়ারে। Solaiman Lipi দেয়া আছে সাথে। কারও ফন্ট নিয়ে সমস্যা হলে এটি ইনস্টল করে নিলেই হবে।
ডাউনলোড করুন এখুনি
ম্যাগাজিনটির ওয়েবসাইট
সবাইকে ম্যাগাজিনটির ফেইসবুক পেজে লাইক দেয়ার অনুরোধ রইল।
কেননা এখানেই প্রতিদিন নানা বিষয়ে পোষ্ট দেয়া হয়, যাতে করে যারা মোবাইল থেকে নেট ব্যাবহার করেন তারাও সহজে দেখতে পারেন।
ফেইসবুক পেজ
আপনারা যদি ম্যাগাজিনটির জন্যে কোন লিখা দিতে চান তাহলে লিখা পাঠান নিচের মেইলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।