আমাদের কথা খুঁজে নিন

   

জান্নাতি মহিলা ও আমরা (শায়খ আব্দুল কাইয়ূম)

আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা ‘তেমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগীতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও যমীনের প্রশস্ততার সমান। আল্লাহ ও রাসুলগণের প্রতি যারা ঈমান রাখে তাদের জন্য তা প্রস্ত্তত করা হয়েছে। এটা আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল।

’ -[আল হাদীদঃ ২১] আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- সর্বশেষ কে জাহান্নাম হতে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি। এক লোক জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। আল্লাহ তায়ালা তাকে বলবেন- ‘যাও জান্নাতে প্রবেশ করো। ’ সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। তার কাছে মনে হবে জান্নাত লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে কোন জায়গা নেই।

ফলে সে ফিরে এসে বলবে- ‘হে আমার রব, জান্নাত তো লোকে লোকারণ্য। সেখানে তো কোন জায়গা নেই। ’ তখন আল্লাহ তায়ালা বলবেন- ‘যাও জান্নাতে প্রবেশ করো, তুমি যে দুনিয়ায় বাস করেছিলে সে দুনিয়ার চেয়ে দশগুণ বড় জান্নাত তোমাকে দেয়া হলো। ’ তখন সে বলবে- ‘হে আমার রব, হে সারা জাহানের অধিপতি, আপনি কি আমার সাথে উপহাস করছেন?’ [এ কথা বলে ] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত হেঁসেছেন যে তার মাঁড়ির দাত পর্যন্ত দেখা গেছে। তখন তিনি বলছিলেন- এ লোক সবচেয়ে নিম্ন পর্যায়ের জান্নাতি।

’’ (বুখারি ও মুসলিম) সম্মানিত পাঠক, আসলে জান্নাতের বর্ননা দেওয়ার মত এরকম অনেক আয়াত ও হাদীস রয়েছে। আসুন আমরা মাত্র তিন মিনিটের একটি আলোচনা থেকে জেনে নেই রাসূলের স. যুগের মহিলা সাহাবীরা কিভাবে জান্নাতের জন্য পাগল ছিল। http://alokitojibon.com/?p=699 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।