আমাদের কথা খুঁজে নিন

   

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ (২২-২৮ এপ্রিল ২০১২)

------ জীবনের শুরুতেই চাই অধিকার! প্রাক-শৈশব যত্ন, শিক্ষা দরকার এখনই! Rights from the Start! Early Childhood Care and Education NOW! গ্লোবাল অ্যাকশন সপ্তাহে এই বছরের প্রতিপাদ্য বিষয় এটি। আগামী ২২শে এপ্রিল থেকে ২৮শে এপ্রিল পর্যন্ত গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপন করা হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ। এই পোস্টে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ও এর আগের পটভূমি নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি। গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন-জিসিই: পৃথিবীর ১৮৯টি দেশের বেসরকারী উন্নয়ন সংস্থা, শিক্ষক সমিতি ও শিক্ষাবিদ একত্রিত হয়ে ১৯৯৯ সালে গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন-জিসিই গঠন করে।

সবার জন্য শিক্ষা অর্জনে সরকার সমূহের দায়বদ্ধতা এবং এ বিষয়ে জনগনের সচেতনতা ও উদ্যোগ নিশ্চিতকরণই জিসিই-র প্রধান উদ্দেশ্য। গ্লোবাল অ্যাকশন উইক ২০১২ (২২-২৮ এপ্রিল): ২০০০ সালের এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ডাকার-এ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষা সম্মেলনের ঘোষনা অনুযায়ী বাংলাদেশসহ ১৮০টি দেশ ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি ঘোষনাপত্র অনুমোদন করে। এ ঘোষনার বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছর সারাবিশ্বে একযোগে গ্লোবাল অ্যাকশন উইক (Global Action Week) উদযাপিত হয়। বাংলাদেশ জিসিই-র সমন্বয়ক সংস্থা হিসেবে Campaign for Popular Education (CAMPE) [http://web.campebd.org] প্রতিবছর গ্লোবাল অ্যাকশন উইক উদযাপনে জাতীয় পর্যায়ে সমন্বয়ের কাজ করে আসছে। এ বছরও CAMPE বিভিন্ন উন্নয়ন সংস্থা, পেশাজীবি সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন, শিক্ষক সমিতি ও জাতি সংঘের সংস্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সম্মিলিতভাবে গ্লোবাল অ্যাকশন উইক উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সিভিল সোসাইটি এডুকেশন ফান্ড (Civil Society Education Fund) ও বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (BEN) এই উদ্যোগের অন্যতম সহযেগী। আশা করা যায়, অন্যান্য বছরের মতো এ বছরও বিশ্বব্যাপী সর্বস্তরের জনগোষ্ঠী গ্লোবাল অ্যাকশন উইক ২০১২ -এর কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং এ লক্ষ্যে সম্মিলিত প্রয়াস গ্রহণে অঙ্গিকার ব্যক্ত করবে। গ্লোবাল অ্যাকশন উইক ২০১২ -এর প্রতিপাদ্য: গ্লোবাল অ্যাকশন উইক ২০১২ -এর প্রতিপাদ্য হল প্রাক-শৈশবকালীন যত্ন ও শিক্ষা (Early Childhood Care and Education)। এই লক্ষ্য অর্জন ব্যতীত ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা অথবা সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা সমূহ (MDGs) [http://www.undp.org.bd/mdgs.php] অর্জন করা সম্ভব নয়। ভ্রুণ অবস্থা হতে আট বছর বয়স পর্যন্ত সময়কে প্রাক-শৈশবকাল হিসেবে বিবেচনা করা হয়।

এই সময়েই শিশুর পরবর্তী জীবনের শিক্ষা ও বিকাশের ভিত্তি তৈরি হয়। তাই এ সময় শিশুর যথাযথ যত্ন ও শিশুর প্রতি বিশেষ মনোযোগ দেয়া প্রয়োজন। আর এই দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্রের। শিশুর প্রাক-শৈশব যত্ন ও শিক্ষায় বিনিয়োগ একটি জাতিকে অর্থনৈতিকভাবে সম্বৃদ্ধ ও সফল করে তুলতে পারে। এই বিনিয়োগের ইতিবাচক প্রভাব পড়বে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক ও কল্যাণমূলক কার্যক্রমে।

প্রাক-শৈশব যত্ন ও শিক্ষা স্বাভাবিকভাবে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি করে, ঝরে পড়া কমিয়ে আনে, শিক্ষা সমাপনীর হার বাড়িয়ে দেয় এবং সার্বিকভাবে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সাহায্য করে। এই লক্ষ্যে এ-বছর জিসিই রাষ্ট্র ও বৈশ্বিক পর্যায়ে প্রাক-প্রাথমিক যত্ন ও শিক্ষার গুরুত্ব সম্বলিত বার্তা ও দাবী যথাযথ স্থানে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে। গ্লোবাল অ্যাকশন উইক ২০১২ জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচি- * বড় ছবি (Big Picture) কর্মসূচির আয়োজন; [http://globalactionweek.org/pictures/add] * প্রাক-শৈশব যত্ন ও শিক্ষা সংক্রান্ত সেমিনার, গোলটেবিল বৈঠক; * পোস্টার, লিফলেট প্রকাশ ও বিতরন; * দৈনিক সংবাদপত্রে স্মারকলিপি/ দাবিনামা প্রকাশ। স্থানীয় পর্যায়ে গৃহীত কর্মসূচি: * ছবি আঁকা; * লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান; * খেলাধুলা; * শোভাযাত্রা; * বিতর্ক প্রতিযোগিতা; * মা-বাবা, অভিভাবক সমাবেশ; * আলোচলা সভা; * সেমিনার; * গোলটেবিল বৈঠক; * প্রি-স্কুল শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা; * শিক্ষা উপকরনের প্রদর্শনী; * শিক্ষার অধিকার বিষয়ক প্রচারাভিযান; * নীতি-নির্ধারণী পর্যায়ে স্মারকলিপি প্রদান; * সংবাদ সম্মেলন । নীতি-নির্ধারকদের কাছে এই ফোরামের দাবি: * সরকার কর্তৃক খসড়া হিসেবে প্রস্তুত প্রাক-শৈশবকালীন যত্ন ও উন্নয়ন সংক্রান্ত সমন্বিত নীতিমালা চূড়ান্তকরন, অনুমোদন ও বাস্তুবায়নের উদ্যোগ নিতে হবে; * সমন্বিত শিশু পরিচর্যা ও প্রাক-প্রাথমিক শিক্ষায় সর্বজনীন অভিগন্যতা নিশ্চিত করতে হবে; * সরকারের নীতিমালায় প্রাক-শৈশবকালীন যত্ন ও শিক্ষাকে শিশুর অধিকার ও জীবনব্যাপী শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে; (বাকী অংশটুকু আগামীকাল) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.