মুস্তাহিদ সালমান বন্ধুগণ... আমি আমার ল্যাপটপে Internet Download Manager 5.16 Build 3 Retail এই সফটয্যার টি গত ১ মাস আমি ফ্রী ব্যবহার করে অনেক ফাইল ডাউনলোড করেছি। এরপর রেজিস্ট্রেশন না করার কারণে সফটয়্যারটি আমি আর ব্যবহার করেত পারি না। তাই আমি সফটয়্যারটি আন ইনস্টল করি এবং একই সফটয়্যার এর অনেক গুলো ভার্সন নেট থেকে ডাউনলোড করি কিন্তু একটাও ব্যবহার করতে পারিনা কারন ইনস্টল করার পর ই এটি আবার রেজিস্ট্রেশন করার কথা বলে। ১) আমি কি এই সফটয়্যারটি আমার ল্যাপটপে আবার ফ্রী ব্যবহার করতে পারব? যদি পারি তবে সফটয়্যারটি ডাউনলোডের লিংক দিবেন প্লীজ। ২) যদি না পারি তবে এই সফটয়্যার এর মতো সুবিধা আছে এমন কোন সফটয়্যার ডাউনলোডের লিংক দিবেন প্লীজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।