আপনাকে নিয়ে গত কয়েকদিনে ব্লগে, অনলাইন নিউজ পেপারে অনেক কমেন্টস করেছি, যার বেশীরভাগই প্রায় ছাপার অযোগ্য! এমনকি কবিতা যার কাছে এভারেস্ট ছোঁয়ার চেয়েও দূর্বোধ্য , সেই আমি একখান কোবতে সুরন্জিতের খুলে গেলো ধুতি......(((((( পর্যন্ত লিখে ফেললাম!!! সারাদিন বাইরে ছিলাম, তবুও কেন জানি মনে হচ্ছিল আপনাকে আজ পদত্যাগ করতেই হবে( গতকাল হাসিনার সংগে আপনার সংক্ষিপ্ত বৈঠকের খবর শোনার পরই সে ব্যাপারে নিশ্চিত ছিলাম )। হলোও তাই......... জনগনের প্রত্যাশা মতো আপনি পদত্যাগ করেছেন, সেটাতে আমি বা আমার মতো সবাই খুশি, তাহলে কেন সহানুভূতির প্রশ্ন? এমনতো নয় যে আপনি অলরেডি প্রমাণ করেছেন যে আপনি এই কেলেংকারীতে কোনভাবেই জড়িত নন বা নির্দোষ!!! তবুও আপনার জন্য আমার মনের ভেতরে কিছুটা সহানুভুতি বোধ করছি!!!!! ধরে নিচ্ছি আপনি এই দূর্নীতিতে জড়িত এবং ৭০ লাখ নয়, হয়তো ৭০ কোটি টাকা কামিয়েছেন এবং আপনার ছেলেকে ৫ কোটি টাকা দিয়ে একখান লাইসেন্সও বাগিয়ে দিয়েছেন এবং রেলওয়েতে নিজের কিছু লোকবলও নিয়োগ দিয়েছেন......... তবুও আপনার জন্য কিছুটা সহানুভূতি বোধ করছি!!!!! কিন্তু কেন????? কারন আপনার এই মন্ত্রীসভার অনেকেই ৭০ কোটি নয়, ৭০০ কোটি টাকারও বেশী কামিয়েছে, এপিএস/পিএস রা ৭০ লাখ নয় ৭০ কোটি কামিয়েছে, ছেলের নামে ৫ কোটি টাকার লাইসেন্স নয় ৫০ কোটি টাকার লাইসেন্সও বাগিয়ে নিয়েছে , সব চেয়ে বড় কথা তারা এখনো সেটা করে যাচ্ছে এবং তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী যেমন নিশ্চুপ , তেমনি তথাকথিত বুদ্ধিজীবী/দলীয় নেতা-কর্মী/ দুদক সবাই নিশ্চুপ........ দূর্ভাগ্য আপনার চুরি কিভাবে করতে হয় এবং সেটা কত প্রকারে জায়েজ করা যায় সেটা আপনি শিখতে পারেন নি!!! প্রসংগক্রমে বিগত বিএনপি সরকারের ব্যাপারে বলা যায় ক্ষমতার শীর্ষ পর্যায়ের নেতার ছেলে থেকে শুরু করে চাকর-বাকর টাইপ নেতারা (উদা: ফালু/গিয়াস মামুন ) পর্যন্ত ৫ বছরে হাজার কোটি টাকার সম্পদ , ইন্ডাষ্ট্রী, টিভি চ্যানেলের মালিক হয়েছে !!! তবুও তাদের কিছু হয়নি, তারা বহাল তবিয়তেই আছে এবং সামনে তারাই আবার আমাদের মন্ত্রী/এমপি/পিএস/এপিএস হবে!!! কিন্তু আপনি ধরা খেয়ে গেলেন, জীবনের শেষ বেলায় এ আপনার বিশাল এক পরাজয়, কেননা এই আপনিই দল বা বিরূধী দলের কাউকেই কথার টিপ্পনি থেকে রেহাই দেননি, অথচ যে কয়দিন আপনি বেঁচে থাকবেন , অন্তত সেই কয়দিন আপনি আর জন সমক্ষে মুখ খুলতে পারবেন না! আফসুস শেষ পর্যন্ত আপনার মতো লোকও আবুল হোসেনদের কাতারে শামিল হলেন!! আফসুস!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।