css3 এর গ্রাডিয়েন্ট স্টাইল property হল background-image value = -moz-liner-gradient (?% ?px ?deg ?color ?color) -webkit-gradient (linear ?% ?% ?% ?% from(#color), to (#color) ব্যখ্যা: এখানে -moz-liner-gradient ব্যবহার করা হয় মজিলার জন্য ? চিহ্নের জায়গায় numerical value বসান প্রথম % এর ভ্যালু গ্রাডিয়েন্ট এর শুরু নির্নয় করে যে পয়েন্ট এ প্রথম কালার দ্বীতিয় কালার এর সাথে মিলিত হ্য় তার ভ্যালু ?px ?deg মানে কত ডিগ্রী কোনাকুনি ভাবে কালার গ্রাডিয়েন্ট হবে প্রথম ?color এর জায়গায় গ্রাডিয়েন্ট অংশের নিচের দিকের কালার এবং দ্বীতিয় ?color এর জায়গায় গ্রাডিয়েন্ট অংশের উপরের দিকের কালার কোড বসান। -webkit-gradient ব্যবহার করা হয় crome/safari র জন্য linear = গ্রাডিয়েন্ট টাইপ সিরীয়াল অনুসারে ?% ?% ?% ?% এর ভ্যালু বাম, উপর, ডান, নিচ, এর মান। গ্রাডিয়েন্ট এর এপ্লিকেসন এর উদাহরন পরবর্তী তে এই এপ্লিকেসন টায় ব্যবহৃত css3 র অন্য property গুলো আলোচনা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।