আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে যান আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য সুন্দর CSS3 ডাউনলোড বাটন

কেমন আছেন সবাই। অনেক দিন পরে লিখতে বসলাম। আসালে নিজের ব্লগ নিয়ে একটু ব্যস্ত। যাকহোক, শুরু করি। প্রত্যেক ব্লগার, ওয়েব সাইটের মালিক রা চাই তার ওয়েব বা ব্লগ সাইট শুন্দর হোক।

এজন্য তাদের চেষ্টার কোন রকম ত্রুটি থাকে না।   সেজন্য বিভিন্ন রকম ওয়েব সাইট ডিজাইন টুলস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারী, সিএসএস ইত্যাদি ব্যবহার করে। আজ আমি আপনাদের সামনে একটি সিএসএস৩ ডাউনলোড বাটন কোড শেয়ার করতে যাচ্ছি। নিচে এর ছবি দেওয়া হল।

আমার এই বাটনটি খুবই ভালো লেগেছে।

আমার জানা মতে আপনি লাইভ ডেমোতে গিয়ে দেখলে, আমি ১০০% শিয়র আপনার ভালো লাগবেই।
লাইভ ডেমো দেখতে এই খানে ক্লিক করুন।
এখন যদি আপনার এটি পছন্দ হয় তাহলে নিচে আমি সোর্স কোড দেখার জন্য একটি লিঙ্ক দিয়ে দিলাম দেখে বা ডাউনলোড করে নিন। এখন এটি কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন তা বলছি কিন্তু তার আগে আমার ব্লগার/ওয়েবের টেমপ্লেট ব্যাকআপ অবশ্যিই করবেন। যাতে তা পুনরায় রিস্টোর করতে পারেন।



কাজ নং ১: প্রথমে আপনার ব্লগ/ওয়েব সাইটের টেমপ্লেট অপশানে যান। আমি উপরে ছবির মাধ্যমে ব্লগারে কিভাবে সেট করতে হয় তা দিয়েছি। তো- ইডিট এইচটিএমএল অপশানে জান এরপর নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে। সেখানে যেকোন যায়গায় ক্লিক করুন। তারপর কির্বোডের "CTRL+F" চাপুন।



এখন ‍সার্চ বক্সের মধ্যে <body> লিখে ইন্টার চাপ দিন। তারপর নিচে সিএসএস৩ কোড দেওয়া আছে আপনারা কপি বা ডাউনলোড করে। <body> এর নিচে পেষ্ট করুন।
সিএসএস৩ কোড দেখতে বা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ব্যস মূল কাজ শেষ।

এখন যেখানে যেখানে আপনি ডাউনলোড বাটন বসাতে চান সেখানে নিচের লিঙ্ক হতে সোর্স কোড কপি করে বসিয়ে দিন।
বাটন সোর্স কোডের জন্য এখানে ক্লিক করুন।
যদি আপনাদের এটি উপকারে আসে তাহলে প্লিজ আমার ব্লগ লেখায় ক্লিক করে একটি লাইক দিয়ে আসেন। আর কোন সমস্যা হলে কমেন্ট করেন।
আমার ব্লগ


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.