(প্রিয় টেক) স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোনের মার্কেটও পড়ে যাচ্ছিল নোকিয়ার। তাই লুমিয়া সিরিজের স্মার্টফোনের পাশাপাশি নতুন আশা সিরিজের ফিচার ফোনের দিকে পুরো মনোযোগ দেয় নোকিয়া। এক্ষেত্রে বিক্রির সংখ্যার দিক দিয়ে লুমিয়া সিরিজের চেয়ে আশা সিরিজে বেশি সফল নোকিয়া। এই সফলতা আরো বাড়াতে নতুন নতুন আশা ডিভাইস আনছে নোকিয়া। যার মধ্যে গতকাল তারা বাজারে ছাড়ল আরো উন্নত এবং নতুন ধরনের আশা ওএস চালিত ফিচারফোন 'আশা ৫১০'। ভারতের নয়া দিল্লিতে নোকিয়া সিইও স্টিফেন ইলোপ ফোনটি উন্মনোচন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।