আমাদের কথা খুঁজে নিন

   

টুকরোবিতা...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! ১. ও সোনামন ভাবছি এমন বৃষ্টি হয়ে এলি/ শাহবাগের ব্যস্ততা আর পথের কাছে ঋণ/ ও সোনামন হাত ধরে তোর পার হয়েছি দিন/ রাস্তা জ্যামে আটকা মানুষ আমার হাতে বেলি/ ও সোনামন ভাবছি এমন বৃষ্টি হয়ে এলি! ২. ইচ্ছে গুলো সুখের হাতে বন্দী থাকে/ বিষাদ এলে ইচ্ছে করে/ অসুখটাকে সুখের খাতায় লিখে ফেলি।/ দু আঙ্গুলে লেপ্টে রাখি হৃদয়টাকে /তোমার পায়ে ছড়িয়ে থাকুক প্রেমাঞ্জলি। ৩. সেমন্তি ঋতু এলে হেমন্ত ভাবে আঁধারে যাব, অরন্য যে পথে হেঁটে রেখে গেছে হৃদয়ের ছাপ/ সেমন্তি ঋতু এলে হেমন্ত ভাবে সে পথে যাব, লাঙলের ফলা চিরে হয়ে যাবে চাঁদের আবাদ! ৪. এই যে শোনো... তুমি নাকি কেঁদে বেড়াও তোমার নাকি দুঃখই নেই কোনো!/ আমায় যদি বলতে সেদিন দুঃখ নিলাম দোকান থেকে, তোমার জন্য নিতাম খানিক,হতই না হয় আরেকটু ঋণ!/ কত রকম শুভেচ্ছা দি ভাল থেকো, সুখে থেকো! এবার না হয় দুঃখ দিতাম, খুব দ্বিধাতেও বলতে যদি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.