২০০২-এর গুলবার্গ গণহত্যার দায় থেকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিষ্কৃতি দেয়া হয়েছে। একই বছরের ১ মার্চ রাতে মুসলিম অধুষ্যিত ওদে গ্রামে বিজেপি সন্ত্রাসীরা ২০টি বাড়িতে আগুন ধরিয়ে ৯ শিশু-সহ ২৪ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল। এ মামলার রায়ে ১৮ জনের যাবজ্জীবন ও ২৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়। গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইটি তদন্ত শেষে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলার মধ্য এ নিয়ে এ পর্যন্ত মাত্র তিনটি মামলার রায় ঘোষণা করা হলো। Click This Link প্রশ্ন হচ্ছে ২৩ জন মানুষকে পুড়িয়ে হত্যার দায়ে একজনেরও কি ফাঁসি হওয়া উচিত ছিল না? ভারতের আইনে মৃত্যুদণ্ড তো নিষিদ্ধ নয় তবে কেন এমন রায় দেয়া হলো? নিহতরা সংখ্যালঘু বলেই কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।