আমাদের কথা খুঁজে নিন

   

গুজরাটে সব আসনে লড়বে আপ

২০১৪ সালের লোকসভা নির্বাচনে সরাসরি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে গুজরাট  থেকে ভোটে লড়বে আম আদমি পার্টি। রাজ্যের ২৬টি লোকসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। সারা দেশের কাছে গুজরাত যখন উন্নয়নের মডেল হয়ে উঠেছে, তখনই আপ দাবি করছে, রাজ্যটিতে বাসা বেঁধেছে দুর্নীতি।

আম আদমি পার্টির নেতা দীনেশ বাঘেলা বলেন, রাজ্যের ২৬টি লোকসভা কেন্দ্রে আমরা ভোটারদের সচেতন করব। জানুয়ারির ১ তারিখ থেকে এই কাজ শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি আয়োজিত হবে ঝাড়ু যাত্রা। ওইদিন গুজরাত সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরবো সাধারণ মানুষের কাছে। আসলে কংগ্রেস এবং বিজেপি'তে কোনও ফারাক নেই। দুর্নীতি ঢাকতে নরেন্দ্র মোদী গুজরাটে লোকায়ুক্তকে দুর্বল করে দিয়েছেন। আমরা মানুষকে এর বিরুদ্ধে লড়তে বলবো।

নরেন্দ্র মোদীর খাসতালুকে ঝড় তুলতে চেষ্টার ত্রুটি করছে না আপ। দলের রাজ্য সম্পাদক সঞ্জীব শ্রীবাস্তব বলেছেন, আমি ভালো বেতনে চাকরি করতাম। ন'মাস পর বুঝলাম, আম আদমি পার্টি সঠিক পথে এগোচ্ছে। দেশ যখন সঙ্কটে, তখন আমার টাকা কামানোর কোনও মানে নেই। প্রসঙ্গত, সঞ্জীব শ্রীবাস্তব গুজরাট রাজ্য পেট্রোলিয়াম নিগমের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

আম আদমি পার্টি গুজরাটে যেভাবে সাড়া পাচ্ছে, তাতে দলের নেতারা উচ্ছ্বসিত। তারা মনে করছেন, দিল্লির পুনরাবৃত্তি এই রাজ্যেও ঘটানো সম্ভব হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।