আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল অ্যাপ্লিকেশনে দেয়া যাবে পেট্রল বিল

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সম্প্রতি জানা গেছে, পেপাল নতুন এক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে গাড়িতে পেট্রল নেয়ার পর মোবাইল থেকেই বিল দেয়া যাবে। খবর মোবাইল মার্কেটিং ওয়াচ-এর।

কামবারল্যান্ড ফার্মস ও পেপাল একসঙ্গে স্মার্টপে নামের এই অ্যাপ্লিকেশন চালু করছে। বলা হচ্ছে, সাধারণত মানুষ গাড়িতে তেল নেয়ার সময় এমনিতেই ফেইসবুকে ঢুকতে অথবা ইনবক্স চেক করতে মোবাইল হাতে নেয়। এ বিষয়টিই পেপালকে মোবাইল পেমেন্টের ধারণা দিয়েছে। স্মার্টপে অ্যাপলের অ্যাপ স্টোরের পাশাপাশি গুগলের অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের জন্যও পাওয়া যাবে। এ ছাড়াও মোবাইল ওয়েবের মাধ্যমেও পেপাল অ্যাকাউন্ট থেকে বিল দেয়া যাবে।

অবশ্য অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গাড়িতে বসেই বিল দেয়া যাবে বলা হলেও, তেলের নজলটি লাগানোর জন্য হলেও গাড়ি থেকে নামতেই হবে। সুত্রঃবিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এআইএস/ওএস/এইচবি/এপ্রিল ১১/১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.