ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. সৎ এই শব্দটা কোথা থেকে এসেছে আমার জানা নাই। তবে আমি কোনদিন ঘুষ খাবার সুযোগ পাইনি। যদি পেতাম তাহলে কি খেতাম ? উত্তরটা খুব সোজা । না খেতাম না। সবাই অসৎ নন ।
আবার অনেকেই অসৎ । এইটা সব যুগেই ছিলো । আছে। থাকবে। তাই বলে কি সুরঞ্জিত পাড় পেয়ে যাবে? এখন প্রশ্ন হলো সুরঞ্জিত কি একজনই শুধু অসৎ বাদবাকী সবাই ফেরেস্তা ? যদি তাই হতো তাহলে কি বাংলাদেশের নাম তলাবিহীন ঝুড়ি হতো ? মুজিব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্ব শাসনের জন্য পূর্ব পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধি স্বাধিন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ না করেই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রি হয়।
যুদ্ধ বিধ্বস্ত পূর্ব বাংলাতে তখন ভারতীয় সৈন্যরা পাকিস্তানীদের ফেলে যাওয় অস্ত্র লুট করছিলো আর মুজিবের দলের লোকজন যারা ১৬ই ডিসেম্বরে মুক্তিযোদ্ধা হয়েছিলো তারা বিদেশী সাহায্য চুরি করছিলো। সেই কারনে বাংলাদেশের নাম দেওয়া হয়েছিলো "তলাবিহীন ঝুড়ি "
এই ঘটনা থেকেই আমরা জানতে পারি বঙ্গবন্ধুর সেই উক্তির সাথে সুর মিলিয়ে " এ্যাতদিন তোরা খাইছস। অহন আমার পোলারা খাইবো। কেউ কিছু কইতে পারবিনা । কইলে লাল ঘোড়া দাবড়াইয়া দিমু"
অসৎ মানুষগুলোকে নিয়ে বাংলাদেশের যাত্রা এইভাবেই শুরু হয়েছিলো।
আজ যারা বাংলাদেশে ধনী তাঁরা মূলত "চোর" । সুরঞ্জিত সেন একা নন। সুরঞ্জিত প্রথম নন। সুরঞ্জিত শেষ নন। সুরঞ্জিত সবারই একজন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।