আমাদের কথা খুঁজে নিন

   

বেদুইন মন

সাহারার পথে পথে যুগ যুগ হেঁটে হেঁটে বেদুইন মন মোর মরীচিকার পিছু ছুটে অবিশ্রাম, একদিন করে পলায়ন। মনহীনা মানবীর সেকি ঘোর দুর্দিন! বোঝাসম দেহটার ভার বয়ে চলা, একঘেঁয়ে-ক্লান্তিকর-ভয়ঙ্কর-আমরণ খেলা। তবু আমি পথ চলি অবিরাম, পার হই গিরি-নদী-সরোবর। পাথারের কুলে এসে ভাবি কোন উদ্দেশে একাকিনী পাড়ি দেই এপাথার, ওপারেতে পথ চেয়ে কে আমার? হালহীন তরণীর একা আমি সওয়ারি বেয়ে চলি দাঁড়খানি বাতিঘর নেহারি। উপরে আকাশখানি ধ্রুবতারা চিনি চিনি নক্ষত্রের নির্দেশনায় চলে মোর তরণী; প্রাণপনে দাঁড় টানি আমি এক তরুণী।

সাহারার পথে পথে যুগ যুগ হেঁটে হেঁটে বেদুইন মন মোর মরীচিকার পিছু ছুটে অবিশ্রাম, একদিন করে পলায়ন। মনহীনা মানবীর সেকি ঘোর দুর্দিন! বোঝাসম দেহটার ভার বয়ে চলা, একঘেঁয়ে-ক্লান্তিকর-ভয়ঙ্কর-আমরণ খেলা। তবু আমি পথ চলি অবিরাম, পার হই গিরি-নদী-সরোবর। পাথারের কুলে এসে ভাবি কোন উদ্দেশে একাকিনী পাড়ি দেই এপাথার, ওপারেতে পথ চেয়ে কে আমার? হালহীন তরণীর একা আমি সওয়ারি বেয়ে চলি দাঁড়খানি বাতিঘর নেহারি। উপরে আকাশখানি ধ্রুবতারা চিনি চিনি নক্ষত্রের নির্দেশনায় চলে মোর তরণী; প্রাণপনে দাঁড় টানি আমি এক তরুণী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.