কবিতা লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, রম্যরচনা লিখি, মানে লেখার চেষ্টা করি আর কী!
আমার ঘরে একটা মেঘলা দিন ঢুকে পড়েছে
যাবতীয় ঘামের গন্ধে মিশে যাচ্ছে জলীয় তৃষ্ণার কর্পূর রোদ
হাত বাড়াই কী না বাড়াই
কাচের দেওয়াল যেন মেঘের কথাই বলছে
টেবিলে ছড়িয়ে থাকা ছাইপাঁশ মিশে যায় কবিতার মুসাবিদায়
মাসান্তে আমি কেন যে খুঁজি লালনের গান!
এবার রাস্তাটাকে নদী ভেবে নিলাম
প্রথমেই চোখে পড়ল মিত্তির বাড়ির রুক্ষ দুপুরটা
মনে মনে একটা দেবীমূর্তির কাঠামো গড়লাম
দেখি জানালা পেরিয়ে মন পুড়ে যাচ্ছে ভেজা অন্তর্বাসে
বোতামঘর পেরিয়ে যাচ্ছে আঙুলের তাপ
বুঝতে পারছি, মেঘ নদী আসলে জলের দামে উত্তাপের উচ্চারণ
তারপর দরজার ক্ষয়াটে সবুজ কাঠামোয়
কখনও বসন্তের দাগ
কখনও লালন গান
মেঘ আর নদী, ছবি আর রাগ
সময়ের তাবু জুড়ে বেদুইন গৃহস্থালী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।