C:\Users\Saif\Desktop গাড়ির যাত্রি আমরা সবাই ভাই ভাই সবার ভাল সবাই চাই
১। আমরা ঘর থেকে আগে বাহির হবো হাতে সময় রাখবো।
২। আমরা একটু ধৈর্য্য ধরি একটু হিসাব করি।
৩।
যানযটে যখন পারি তখন আমরা হিসাব করি।
৪। ধৈর্য্য মেজাজ কিনতে হয় না, নিজেই তৈয়ার করতে হয়
৫। যখন গাড়ি আসে কার আগে কেউ উঠবো ঐ চিন্তা করি।
৬।
তাড়াহুড়া করিয়া যখন গাড়িতে আমরা উঠি, কারো যায় মানি ব্যাগ,
কারো যায় মোবাইল কারো হয় দূর্ঘটনা ঐ চিন্তা কি করি?
৭। আসুন আমার সবাই লাইনে দাড়িয়ে গাড়িতে উঠি।
৮। আমরা তাড়হুড়া করে অতিরিক্ত যাত্রি হয়ে গাড়িতে উঠবো না।
৯।
মোবাইল, মানি ব্যাগ হারাবো না, দূর্ঘটনায় পরবো না।
১০। লাইনে দাড়িয়ে উঠবো গাড়িতে।
১১। আমরা সবাই নিরাপদে যাব অফিস, বাড়ীতে।
১২। ঢাকা শহর আমরা থাকি কত রঙের মানুষ দেখি।
১৩। আমরা গাড়ির যাত্রি। গাড়ির ষ্টাফদের সাথে ভাল ব্যবহার করি।
১৪। গাড়ীর যাত্রি , গাড়ীর ষ্টাফদের লক্ষী।
পাবলিক ভাই
১। রাস্তায় দূর্ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে নিবেন না।
২।
দূর্ঘটনা কবলিত গাড়ি ও মানুষকে উদ্ধার করতে এগিয়ে আসুন সৎমনে।
৩। অকারণে কেহ কাউকে মারতে চায় না, কেহ মরতেও চায় না।
৪। অন্যের গাড়ি ভাংচুর, জালাও পোড়াও করবেন না।
৫। একটা গাড়িতে চার পরিবারের আয়-রোজগার থাকে।
৬। গাড়ি আমাদেরই দেশের সম্পদ।
আসুন দেশকে ভালবাসি,
দেশের মানুষকে ভালবাসি
দেশপ্রেমিক হয়ে কাজ করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।