গাড়ি নির্মাতা টয়োটার ন্যাসকার টিম রেসিং ট্র্যাকে ব্যবহারের জন্য একটি ট্যাবলেট উপযোগী অ্যাপ বানিয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, রেসারদের সহযোগিতা করার উদ্দেশ্যেই বানানো হয়েছে অ্যাপটি।
এর আগে রেসিং ট্র্যাকে প্রকৌশলী এবং চালকরা যোগাযোগের জন্য ব্যবহার করত ল্যাপটপ। কিন্তু এ প্রক্রিয়াতে চালকের বেশ সমস্যা হত। এ ছাড়াও রেসিং ক্রুদের সঙ্গে চালকের যোগাযোগেও বেশ সমস্যা হত।
রেসিং ট্র্যাকের প্রচণ্ড আওয়াজে বেশিরভাগ তথ্যই ঠিকমতো শুনতে পারতেন না চালক। এসব কথা মাথায় রেখেই টয়োটা বানিয়েছে রেসিং ট্র্যাক অ্যাপ ‘ট্র্যাকসাইড’।
ট্র্যাকসাইড অ্যাপটি উইন্ডোজ ৮-এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। অ্যাপটি চালু অবস্থায় ট্যাবলেটটি গাড়িতে চালকের পাশে থাকবে। গাড়ির যাবতীয় তথ্য, প্রকৌশলীদের পরামর্শ এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীর গাড়ির অবস্থানসম্পর্কিত তথ্য ভেসে উঠবে ট্যাবলেটের পর্দায়।
ফলে সহজেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন চালক।
অ্যাপ নির্মাতাদল জানিয়েছে, তারা আইপ্যাডসহ বিভিন্ন ট্যাবলেটে অ্যাপটির দক্ষতা ও কার্যক্ষমতা পরীক্ষা করে দেখেছেন। কিন্তু অ্যাপটি সবচেয়ে ভালোভাবে কাজ করেছে মাইক্রোসফটের ট্যাবলেট সারফেস প্রোতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।