আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রামের জোনাইল এ উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সাংবাদিক প্রবেশে বাধা ॥ বহিষ্কার ১৫

ভালবাস সবাই ভালবাসাকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষা কেন্দ্রে উন্মুক্ত পরিবেশে পরীক্ষাগ্রহণ চলছে। গত শুক্রবার পরীক্ষা চলাকালে সাংবাদিকরা সেখানে গেলে সচিবসহ অন্যরা তাদের কেন্দ্রে প্রবেশে বাধা দেন। পরে বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শনে গিয়ে ১৫ শিক্ষার্থীকে নকল করার অপরাধে বহিষ্কার করেছেন। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী ৩য় সেমিষ্টারের ইসলামিক ষ্টাডিজ পরীক্ষা চলছিল। এ সময় স্থানীয় সাংবাদিকরা পরিদর্শনে গেলে কেন্দ্র সচিবসহ অন্যান্য কর্মকর্তারা অনুমতি না থাকার অজুহাত দেখিয়ে তাদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

পরে তারা বিষয়টি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে জানালে তিনি সাংবাদিকদের পরিদর্শনে বাধা না দিতে নির্দেশ দেন। এ সময় সাংবাদিকরা কেন্দ্রে অবাধে নকল চলার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলমকে কেন্দ্রে পাঠান। তিনি কেন্দ্রে গিয়ে নকল করার প্রমাণ পেয়ে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম কেন্দ্রে নকল চলার বিষয়টি স্বীকার করে বলেন, আমি নকল চলার বিষয়ে অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে অসদুপায় অবলম্বনের কারণে ১৫ জনকে বহিষ্কার করেছি।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ কেন্দ্রে ব্যাপক হারে নকল চালানো হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। আমি বাইরে থাকায় এসিল্যান্ড সাহেবকে সেখানে পাঠিয়েছি। তিনি কেন্দ্রে গিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন। পরীক্ষা কেন্দ্রে নকলের সাথে কোনরুপ আপোষ করা হবে না বলে তিনি জানান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।