( বাংলা নববর্ষ উপলক্ষে অনেক অনেক প্লান দিয়েছিলাম, বাজেটের কারনে আলোর মুখ দেখেনি অবশেষে হাত পাখাই, আপনার হাতেও হয়তো পৌছে যেতে পারে এ পাংখাটা)
নতুন আরেকটি বাংলা বছর পেতে যাচ্ছে বাংঙ্গালী। আর এ বাংলা বছর বরণ করে নিতে বিভিন্ন দেশী বিদেশী কোম্পানীগুলো তাদের ব্র্যান্ডিং কার্যক্রম প্রতিযোগিতায় নামছে। এ উৎসবে ব্র্যান্ডিং কার্যক্রম বেশ কার্যকর তাই কার চেয়ে কে কত ভালো এবং ভিন্ন আংগিকে করবে তা নিয়ে ভাবছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্রিয়েটিভরা,শ্লোগান চেয়ে পোষ্ট দিয়েছিলেন ব্লগার সোজাসাপটা, তিনিও হয়তো প্রস্তুতি নিচ্ছেন । দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এ অনুষ্ঠান উপভোগ করে। আমার জানামতে প্রতিষ্ঠিত প্রায় সব ব্র্যান্ডই বৈশাখে তাদের পণ্য পরিচিত করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ।
বৈশাখে কি কি ব্র্যান্ডিং হতে পারে তার একটা আলোচনা করা হলো।
১. ব্যানার/ফেস্টুন : বিভিন্ন কোম্পানীর শুভেচ্ছা সহ বাহারী ব্যানার চোখে পড়বে আপনার। পিভিসিতে প্রিন্ট বা কাপড়েও হতে পারে
২.বিল বোর্ড : বিল বোর্ড-এ বিজ্ঞাপন একটু ব্যয় বহুল তবুও মোবাইল কোম্পানীগুলো এবং প্রতিষ্ঠিত কোম্পানীগুলোর শুভেচ্ছাসহ বোর্ড চোখে পড়বে।
৩. হাত পাখা/ক্যাপ/টি-শার্ট : গরমে হাসপাস করছেন হঠাৎ কোন কোম্পানীর প্রতিনিধি হয়তো আপনার দিকে হাত পাখা বাড়িয়ে দিলো, ব্যস বাতাস শুরু। আপনি বাতাস খেলেন আর কোম্পানীর নামটা দেখে নিলেন।
রোদ্র এড়াতে ক্যাপও পেয়ে যেতে পারেন। কোম্পানীর লোগো সহ টি-শার্ট পড়া রেলি চোখে পড়বে।
৪. পানি/শরবত : আপনার পানি পিপাষা লেগেছে? হয়তো চোখে পড়বে কোন কোম্পানী পানি বা শরবত খাওয়াচ্ছে। পানি বা শরবত খাওয়া শেষে হয়তো ভালো করে কোম্পানীর নামটা পড়ে নিবেনে।
৫. সাংস্কিতিক অনুষ্ঠান : ঢাকার বিভিন্ন পার্কে বিভিন্ন কোম্পানীর ব্যানারে উপভোগ করতে পারবেন লাইভ মিউজিক অনুষ্ঠান, নাটক।
এছাড়াও খোলা ট্রাকে গায়ক দলের গান গাওয়া উপভোগ করতে পারবেন। আবার ঘরে বসেও টিভিতে এ অনুষ্ঠানগুলো দেখতে পারবেন।
৬. টিভি বিজ্ঞাপন : বাংলা নববর্ষ উপলক্ষে টিভিতে বিভিন্ন কোম্পানীর এ বিষয় নিয়ে বিজ্ঞাপন দেখতে পারবেন। হয়তো টেলিকম কোম্পানীগুলোর অফারই বেশি চোখে পড়বে।
৭. কর্পোরেট অনুষ্ঠান : অনেক প্রতিষ্ঠানই তাদের পরিবেশক ও গ্রাহকদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠান করেন।
অনুষ্ঠানে গিফট্ প্রদান এবং ইলিশ পান্তার ব্যবস্থা করেন।
৮. শুভেচ্ছা কার্ড ও গিফট : বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহক, পরিবেশকদের শুভেচ্ছা কার্ড, মিষ্টি, পিঠা, গিফট্ প্যাকেট পাঠিয়ে থাকেন।
বাংলা নববর্ষ-১৪৯ এর অগ্রীম শুভেচ্ছা রইলো, সুস্থ, সুন্দর থেকে উপভোগ করুন বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো
ব্র্যান্ড বিষয়ক পুরাতন লেখাগুলো পড়তে চাইলে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।