ভেবেছিলাম ডেসটিনি হয়তবা নিজেদের "হায় হায় কোম্পানির" দূর্নামটা ঘোচাতে পারবে। কিন্তু হল কৈ। গত কিছুদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমের অন্যতম প্রধান শিরোনাম হয়ে দাড়িয়েছে ডেসটিনির দূর্নীতীর চিত্র। যেখানে আবারো প্রমাণিত হয় এক শ্রেনীর অসাধু ব্যক্তি কিভাবে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা আত্মসাধ করছে ঠিক 'যুবক ব্যাংকের' মত। ডেসটিনি আর কিছু পারুক আর নাই পারুক, ডেসটিনির কতিপয় পরিচালকেরা পারে শুধু মানুষকে সপ্ন দেখাতে। যার ফলে অনেক উঠতি বয়সের ছেলেমেয়েরা নিজেদেরকে ভবিষৎ কোটিপতি কিংবা আগামী দিন গুলোতে পায়ের উপরে পা তুলে খাবার সপ্নে ভিভোর ছিল। এখন অনেকেরই সপ্নভঙ্গ হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ডেসটিনি এবং কথিত বাকি সব মাল্টি পারাপাস ও এম এল এম কোম্পানি থেকে নিজেদের সাবধান করার সুযোগ পেল। আমার শেষ কথা, ডেসটিনি কি পারবে লাখো মানুষের সপ্ন পুরন করতে, নাকি শেয়ালের মত লেজ গুটিয়ে গরীবের অতিকায় মোরগটি নিয়ে দৌড় দিবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।