ইংরেজী বানানে আমি বরাবরই দুর্বল। পড়াশুনার জীবনে আমার অনেক লেখাই কম মার্ক পাইসে শুধুমাত্র বানান ভুলের জন্য। ESPN চ্যানেলে ছোটদের জন্য একটা প্রতিযোগিতা হত Spelling Bee নামে। আমি ওটার একনিষ্ঠ দর্শক ছিলাম। তখন ভাবতাম ইশ....আমাদের দেশে এমন প্রতিযোগিতা হলে কেমন হত ? এখন আমি চ্যানেল আই এর Spelling Bee শো এর নিয়মিত দর্শক।পরিবারসহ দেখি।প্রতিযোগিতার মান সাধারন হলেও প্রতিযোগীদের আগ্রহ,উদ্দীপনা,উচ্ছাস দেখে ভাল লাগে।আলতু ফালতু অনুষ্ঠানের মাঝে Spelling Bee শো একটি আলোকবর্তিকা প্রতিযোগিতার মান সাধারন হলেও অনুষ্ঠানের এংকর ছেলেটার (নাম জানি না) উচ্চারন অসাধারন। সত্যি অসাধারন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।