কিছুদিন আগে সচলায়তন ঘোষনা দিলো যে তারা তাদের ওয়েবসাইটে বাংলা বানান চেক করার কোড যোগ করেছে। তবে সেটা ব্যবহার করতে চাইলে আলাদাভাবে কর্তৃপক্ষকে অনুরোধ করতে হচ্ছে।
তার পরপরই বকলম ডট কম-এও বাংলা বানান চেকার যোগ করা হয়েছে বলে ঘোষনা দিয়েছে।
http://www.bokolom.com/post/2010/07/19/new-feature-bangla-spell-checker.aspx
বকলমে আরও অনেক নতুন ফিচার আছে বলেও সেখানে বলা হচ্ছে। যেমন বন্ধু তৈরী করতে পারা, শুধুমাত্র বন্ধুদের ব্লগের লিস্ট দেখা, বন্ধুদের সাথে আড্ডা মারা, টুইটার এবং ফেসবুকের সাথে ইন্টেগ্রেশান ইত্যাদি। বকলমে সদস্যদের প্রোফাইল পেইজটাও দেখলাম বেশ সুন্দর।
কিন্তু তাদের এতো ফিচার আছে, অথচ সেখানে সদস্য কিভাবে হবো তার কোন সুব্যবস্থা রাখা হয়নি। রেজিস্ট্রেশানের কোন পেইজই খুঁজে পেলাম না!! অবাক কান্ড!!!
বকলমের সদস্যদের কেউ এখানে থেকে থাকলে আমাকে জানাবেন কি সেখানে কিভাবে সদস্য হওয়া যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।