ফোরাম পোস্টিং কি?:
বিভিন্ন ফোরাম সাইটে কোন একটি পন্য বা সাইটের ব্যপারে পজিটিব কোন কিছু লেখা যা পড়ে ভিজিটররা ঐ সাইটে যেতে আগ্রহ দেখায়। এভাবে ঐ সাইটের ভিজিটর বাড়বে। কাজটার জন্য সাইটের মালিক আপনাকে পেই করবে। এটাই মূলত ফোরাম পোস্টিং। সময় নাই তাই ছোট করে কথাটা লিখলাম।
এবার দেখি ফোরাম পোস্টিং কিভাবে করে?:
প্রথমে আপনি যে কোন একটি ফরম এ যাবেন। ধরুন আমরা প্রথমে এই সাইটে যায়
এখানে আপনি প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট করুন। ইমেইল কনফার্ম করুন। এরপর লগইন করুন । নিচের পেজটার মত আসবে
এখানে আপনি অনেক গুলা টপিকস দেখতে পারবেন।
এর মধ্যে “Introduction” টপিকসটা খুজুন এবং ক্লিক করুন।
“Start New Topic” এ ক্লিক করুন ।
আপনি যেহেতু নতুন এই ফরমে তাই এখানে কিছু লেখেন।
সাবমিট করুন ফরম পোস্টিং হয়ে গেল। এইভাবে স্টার্ট করুন।
এরপর বিভিন্ন টপিকস এর সম্পর্কে জানার বা বলার ইচ্ছা থাকলে পোস্ট করুন। এখন হচ্ছে আমাদের আসল কাজ। এই করে কি ভাবে আপনার ব্লগ বা ওয়েব সাইট প্রচার হবে। হ্যাঁ সেইটা এবার বলছি। আপনি এবার প্রোফাইল থেকে সেটিং এ যান।
এখান থেকে “Signature” বাটন এ ক্লিক করুন।
নিচের পেজটি আসবেঃ
এই বক্সে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর টাইটেল টি লিখুন। ধরুন টাইটেল”Entertainment World”। এখন এটা সম্পূর্ণ ব্লক করুন অথবা Ctrl+a চাপুন। নিচের ছবিটার মত দেখাবে।
এখানে উপরের টুলবার থেকে লিঙ্ক নামক একটা টুলবার পাবেন, ব্লক অবস্থাই লিঙ্ক নামক টুলবার এ ক্লিক করুন। তাহলে নিচের ছবিটার মত দেখাবেঃ
এখানে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর ঠিকানা দিন। এবং ওকে বাটন এ ক্লিক করুন। এবার নিচে সেভ বাটন এ ক্লিক করুন। হয়ে গেল আপনার ব্লগ বা ওয়েব সাইট এর প্রচার।
এখন দেখেন আপনি যখন কোন পোস্ট করবেন তখনি আপনার পোস্ট এর নিচে লিঙ্কটা শো করবে । নিচের ছবিটার মত দেখাবেঃ
হয়ে গেল আমাদের ফরম পোস্টিং । পোস্ট টি ভালো বা খারাপ হলে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না।
ছবি দিতে না পারার জন্য দুঃখিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।