পরাবাস্তবতার জগতে স্বাগতম........!!!!!!!!!!!!! প্রথমেই গুগল মামু .................. সার্চ রেজাল্ট ২,৫২০,০০০ টা । খারপ না ! দেন, ইয়াহু ! ৬৯৫০০ ! ইয়ার পরে গুগলের পাওয়ার লইয়া ইউ-টোরেন্ট এর বাচ্চা কি কর্ছে সেটা দেখা যাউক ; ৬৪,৭০০ ; বেটা তো শক্তির সদ্বব্যবহার করে নাই !!!!!!!!! হ্যারপরে বিং বাবাজি , ৫২,৪০০ //// আস্ক ডট কমের কাছে ভালই রেজাল্ট আছে ; বাট কয়ডা যে আছে হেইডা কয় না !! টুইটারের মতি গতি কি ????? ঠিক বোঝা যাইতেছে না @!! অ্যামাজন আর ই-বে কইতাছে তাহাদিগর কাছে উক্ত নামে কোনও প্রোডাক্ট বা আইটেম নাই ................ তাইলে আর আছেটা কি !!!!!!!!! এইবার উইকিপিডিয়াতে যাওয়া যাউক , ও আল্লা হ্যায়ও তো কিছু না কইতাছে । তয় শান্তনা দিতাছে " আমরা বানালেই নাকি হ্যার কাছে থাকব" সবাই বলেন ' আলহামদুলিল্লা' !!!!!!!! আসেন এইবার একটা অংক করি । সামু লিখে সার্চ দিলে গুগল মামা কয়টা রেজাল্ট দিসিল মনে আছে ? কি ? মনে নাই !!!!!!!!!!!! ২৫২০০০০ !!!!!!!!!!!!!! আর "Love" লিখে সার্চ দিলে কয়টা রেজাল্ট আসে জানেন ১,৫২০,০০০,০০০ টা .......... কি হৈলো বিশ্বাস হয় না ? তাইলে দেখেন ;; এহন ব্যাপারখানা কি দাঁড়াইল আপনি যদি সামুরে ৬০৩.১৩ দিয়ে গুন করেন তাইলেই ভালুবাসা খুজে পাইবেন............................ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ইউরেকা ! ইউরেকা ! শেষ কথাঃ - "সামু গুনন ৬০৩.১৩= ভালবাসা " তত্ত্বটি যৌতিক, বাস্তবিক, পরাবাস্তবিক, তাত্ত্বিক বা অন্য যে কোনও বিচারে যাই হোক না কেন ।। আমার কাছে কিন্তু সামু আর ভালবাসার মাঝে খুব বেশি ফারাক নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।