সর্বস্বত্ব সংরক্ষিত লস্ট দেখার পরে ইংরেজি সিরিয়াল এর একরকম ফ্যান ই হয়ে গেছি বলা চলে। তাই যখন যা পাচ্ছি তাই সংগ্রহ করে চলেছি। এভাবেই সিরিয়াল এর শারলক এর সাথে পরিচয়। যদিও প্রথম দর্শনে শারলক চরিত্রের রুপদানকারী অভিনেতা টিকে ঠিক শারলক বলে মনে হয়নি কিন্তু পরে কাহিনির আকর্ষনের জন্যই হোক বা অভিনয়ের জন্যই হোক শেষ না করে আর উঠতে পারলাম না। Laptop এ থাকা সিরিয়াল এর প্রথম ২ সিসন প্রায় একটানাই দেখেছি বলা চলে।
প্রতিটি সিসন এ ৩ টি করে এপিসোড রয়েছে এবং প্রতিটি এপিসোড এর duration প্রায় 1.30 মিনিট করে। সার আরথার কনান ডয়েল এর মুল কাহিনি রক্ষা করার চেষ্টা করেছেন director সবসমই তবে কিছু ক্ষেত্রে কিছু বিষয় পরিবর্তিত হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত সময়ের পরিবর্তন। এই শারলক কে আপনি আবিষ্কার করবেন একেবারেই আমাদের সময় এবং আমাদের বর্তমান পরিবেশে!! আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এই শারলক আর আগের মত পাইপ আর কোকেইন এ আসক্ত নয়। পাইপ সে ছেড়েছে কিন্তু পাইপ এর বদলে আসক্ত হয়েছে নিকোটিন প্যাচ এ।
তবে সিরিয়াল এর একটি পর্বে তাকে সিগারেট খেতে দেখা গেছে। স্কটল্যান্ড ইয়ারড এর গোয়েন্দা লেস্ট্রড কেও দেখা গেছে এই নিকোটিন প্যাচ এর আশ্রয় নিতে। তবে এতে শারলক এর চরিত্রের কোন পরিবর্তন হতে দেন নি পরিচালক। সমাধান করার জন্য কোন রহস্য না পেলে সে আগের মতই নেশা জাতীয় কোন বস্তু দিয়ে নিজের অশান্ত মাথাকে ঠান্ডা করার চেষ্টা করে। শারলক হোমস এর বাংলা অনুবাদটি আমার পড়া হয়েছে।
সিরিয়াল এর মরিয়র্টি চরিত্র টিকে আমার ডয়েল এর মরিয়র্টির চাইতেও শক্তিশালি মনে হয়েছে।
1. A study in Pink
আত্মহত্যা করার কোন কারণ নেই, অথচ একের পর এক আত্মহত্যা করলো কিছু মানুষ। লেসট্রেড এর মতে ঘটনা গুলো নিছকই আত্মহত্যা, কিন্তু শারলক জানে এ কোন মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলারের কাজ।
2. The Blind Banker
অচেনা ভাষায় সংকেত, খুন আর কালো লোটাস ফুল। রহস্য পুরোই জমজমাট!
3. The Great Game
এবার পাবেন শারলক এর যোগ্য প্রতিদ্বন্দি মরিয়র্টিকে।
একটি ধাঁধা, নির্দিষ্ট সময়সীমা। সমাধান করতে পারলে তো ভালই কিন্তূ না করতে পারলে খুন হবেন একজন নিরপরাধ মানুষ। তাও ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সব কিছুই কি মরিয়টির নিষ্ঠুর রসিকতা নাকি এর পেছনে আছে অন্য কোন উদ্দেশ্য? আমার প্রিয় এপিসড গুলোর মধ্যে এটি একটি।
২য় সিসন এর ৩টি এপিসোড-
1. A Scandal in Belgravia
The Great Game এর পরের অংশ এটি। রোমান্টিক থ্রিলার বলা চলে এই এপিসোডটিকে।
আমার সবচেয়ে ভাল লেগেছে এই অংশটি। প্রেমে পড়েছে শারলক, কিন্তু এই রহস্যময় The Woman কি তাকে আসলেই ভালোবাসে?
2. The Hounds of Baskerville
ভয়ংকর এক কুকুর ত্রাস সৃষ্টি করে চলেছে ডার্টমুরে। কিন্তু এটা কি সত্যিই কোন ভূতুড়ে কুকুর নাকি মানুষের কারসাজি? মূল বইতে একই নামে একটা গল্প আছে কিন্তু এই এপিসোড এর কনসেপ্ট আর ইউনিক!
3. The Reichenbach Fall
শারলক আর ওয়াটসন দুজনেই জানে হাল ছেড়ে দেয়ার পাত্র মরিয়টি নয়। কোন না কোন একদিন সে দেখা দেবেই। কিন্তু তা যে এত ভয়ঙ্কর ভাবে তা কে ভাবতে পেরেছিলো? একই দিনে টাওয়ার অফ লন্ডন, ব্যাংক অফ ইংলান্ড আর পেন্টনভিল জেলখানায় গোলমাল দেখা দিলো।
কিন্তু মরিয়টির কুপরিকল্পনা তো এখানেই শেষ নয়। শারলক এর যোগ্যতার পরীক্ষা যেন এটি! বইএর মেমরিস অফ শারলক হোমস এর চাইতে এর গল্পটা আপনাকে আরও আবেগী করে তুল্বে...। বেস্ট অফ দা বেস্ট!
শারলক চরিত্রে অভিনয় করেছেন Benedict Cumberbatch
ওয়াটসন এর ভূমিকায় ছিলেন Martin Freeman
মুদ্রা সংগ্রাহক বলেছেন
http://1337x.org/torrent/293859/0/ডাউনলোড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।