আমাদের কথা খুঁজে নিন

   

শারলক হোমস টিভি সিরিজ A study in pink এর বাংলা সাবটাইটেল



আগে একটা পোস্ট করেছিলাম শারলক হোমসের টিভি সিরিজের ব্যাপারে। বিবিসি এ পর্যন্ত মোট তিনটি পর্ব তৈরি করেছে। এর মধ্যে প্রথমটি হলো A study in pink যাতে শারলক হোমস একটা সিরিয়াল কিলারের রহ্স্য উদঘাটন করে। সাবটাইটেল বাংলা করতে গিয়ে প্রায় ১,৩০০ লাইন অনুবাদ করেছি যা একটি সময়সাপেক্ষ ব্যাপার। বাংলা লেখাগুলো সফটওয়্যারে খুব ছোট দেখা যাওয়ায় কিছু ভুল রয়ে গেছে, তবে ওভারঅল এক্সপেরিয়েন্সের জন্য সেটা কোন সমস্যা না।

অনেকেই বাংলা সাবটাইটেল পেতে আগ্রহ দেখিয়েছেন। তাদের জন্যই এই ডাউনলোড লিংক- Click This Link অথবা - http://www.mediafire.com/?khhklq6qh7qf370 টিপস: আপনার ডাউনলোড করা ভার্সনটা যেন HDTV-XVID ভার্সন হয়, নাহলে সাবটাইটেল মিলবে না। এটার কোয়ালিটিও ভালো। ইন্টারনেটে একটু খুঁজলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন। ভিডিও ফাইল আর সাবটাইটেলের নাম একই হতে হবে এবং তাদের একই ফোল্ডারে রাখতে হবে।

যারা ইংরেজি তেমন ভালো বোঝেন না, বা যারা বাংলাকে ভালোবাসেন, বা যারা নতুন আঙ্গিকে কোন ইংরেজি মুভি দেখতে চান, তাদের জন্য এই 'বাংলার' প্রয়াস। কেমন লাগলো জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.