ছেলেটির নাম মোঃ হীরা মিয়া, বয়স যখন ৭ বছর তার পিতা মারা যান তাকে ও তার দুবোন রেখে। কিন্তু রেখে যাননি কোন সম্পদ বা থাকার মত কোন যায়গা। থাকতেন বাসা ভাড়া করে। ঢাকার কল্যানপুরের পাকইপাড়া এলাকায়। তার মা অনেক সংগ্রাম করেছেন এদের নিয়ে সমাজে টিকে থাকার জন্য কিন্তু পারেননি।
অন্যের বাসায় কাজ করা, কাপড়-শাড়ী ফেরী করে বিক্রী করা ইত্যাদি করেও বাসা ভাড়া ৪টি প্রানের খাওয়া ও পড়া সম্ভব হয়নি একজন মহিলার পক্ষে।
এ মহিলার সৎপথে উর্পাজন ও সংগ্রাম করা দেখে একজন খেটে খাওয়া, দিনমজুর, অভিবাহিত হৃদয়বান ব্যক্তি তাকে বিয়ে করেন। সে ঘরেও সন্তান রযেছে কতজন তা জানিনা। পুর্বের সন্তানগুলোসহ সবাইকে সে আপন করে নেন হৃদয় দিয়ে, ভালবাস দিয়ে। কিন্তু যাদের কিছু নাই নুন আনতে পানতা ফুরায়, থেতে পারে না দুবেলা, তাদের শিক্ষা, চিকিৎসা, বস্র এ তো কল্পনা।
বর্তমানে তার বয়স ১৪/১৫ বছর, ছেলেটি তার মামাদের সাথে কাজ করত। অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতায় ভুগতে মৃত্যু প্রায় অবস্থায়। আমি জানতে পেরে তাকে সরওয়ারর্দী হাসপাতালে নন-পেইংবেডে ভর্তির জন্য সহযোগিতা করি। ডাক্তার জানালেন তাকে জরুরীভাবে রক্ত দিতে হবে।
অন্যকোন অসুখ এখনও ধরা পড়েনি। তাকে এক ব্যাগ রক্ত একজন হৃদয়বান দান করেছেন এতেই কিছু উন্নতি হয়েছে।
ডাক্তার জানালেন এখন তার আরও ৩ ব্যাগ রক্ত প্রয়োজন।
রক্ত ও সহযোগিতা করার জন্য তার মামা ও খালার সাথে যোগাযোগ করবেন, তারাই তার চিকিৎসার জন্য দৌড়-ঝাপ করছেন, মা সারাদিন কেদে চলছেন।
তার মামার অবস্থাও ভাল নয় তিনি সিএনজি চালান, খালা অর্ডারের কাজ করে তাদের সংসার চালান, এ অবস্থায় তাদেরও কাজ বন্ধ।
রক্তের গ্রুপ AB+
যোগাযোগের ঠিকানাঃ
রোগীর নাম মোঃ হিরা মিয়া
বেড নং-৩৯, ওয়ার্ড নং-০১
মেডিসিন বিভাগ
শহীদ সরওয়ার্দী হাসপাতাল
শ্যমলী, ঢাকা।
মামা মোঃ হানিফ
মোবাইল নং-০১১৯১৪৬৮১১৩
খালা মোছাঃ নাসিমা বেগম
মোবাইল নং-০১১৯১১৪০৩৫২
বিঃ দ্রঃ যদি কেও সহযোগিতা করার জন্য তাদের ফোন করেন তা হলে ব্লগের কথা না বলে বলবেন একজনের মাধ্যমে জানতে পেরেছেন, কারন তারা অশিক্ষিত লোক, ব্লক কি তারা জানে না, ব্লগের কথা শুনলে হয়ত তারা ঘাবরে যেতে পারে। এমনিতেই তারা রুগীর রক্ত ও অর্থ যোগার নিয়ে পেরেশান।
যদি সরাসরি যান তা হলে খুবই ভাল হবে। তারা মনে সহস পাবে।
সবার কাছে এ দুখী ছেলেটির জন্য দোয়া চেয়ে শেষ করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।