আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশই পারে সাধারণ মানুষের সবচেয়ে কাছের বন্ধু হতে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(SI) কাওসার আলীর মহানুভবতা

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... বন্ধু পুলিশ!! প্রতিদিন আমরা পুলিশের মন্দ কাজের বিবরণ সম্বলিত ছবি আর খবর শেয়ার করি। জরিপ চালালে এই পুলিশের প্রতি হয়ত দেশের ৯০ ভাগ মানুষই অনাস্থা জানাবে। আজ সকালেই "পুরান ঢাকার পোলার" ব্লগ পড়লাম '৪০ হাজার টাকা ঘুষ নিয়েও গাড়ি ছাড়লেন না ওসি' কিন্তু পুলিশে যে এখনও ভালো মানুষের অস্তিত্ব রয়েছে সেটা দেখা গেলো যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(SI) কাওসার আলীর মহানুভবতায়। void(1); ছেলেটির নাম নির্মল। বয়স সাতের কাছাকাছি।

বারবার খিঁচুনি দিচ্ছে আর বলছে, ‘কাকা একটু ঘুমাবো। ’ যাত্রাবাড়ী থানার পাশে অসুস্থ এই শিশুটিকে খুঁজে পান উপ-পরিদর্শক কাওসার আলী। একটি অপমৃত্যুর বিষয়ে পুলিশ রিপোর্ট করতে তিনি এসেছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সঙ্গে নিয়ে এসেছেন নির্মলকে। নিজের কাজ শেষ করে যখন নির্মলকে জরুরি বিভাগে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো তখন উৎসুক মানুষজন ভিড় করে তার কাছে।

জরুরি বিভাগে যখন টিকিট কটছিলেন কাওসার তখন বারবারই শিশুটি বলছিলো, ‘কাকা ঘুমাবো। ’ উত্তরে কাওসার বলেন, ‘এইতো বাবা চলো। উপরে গিয়ে ঘুমাবা। ’ কাওসার বলেন, ‘থানার পাশে ছেলেটিকে পেয়েছি। থেকে থেকে খিঁচুনি দিচ্ছিলো।

'হাসপাতালে আসছিলাম বলে সঙ্গে নিয়ে এসেছি। ওর চিকিৎসা দরকার। ’ এরপর নির্মলকে ডাক্তারের কাছে নিয়ে যেতে নিজেই ব্যস্ত হয়ে পড়েন কাওসার। আর কথা হয় না তার সঙ্গে। দিনে-রাতে অসংখ্য পথশিশুকে দেখা যায় মহানগরীতে।

সচরাচর এসব শিশুর খোঁজ নেয় না কেউ। তবে পুলিশ কর্মকর্তার দায়িত্ববোধ আরো একবার স্মরণ করিয়ে দিলো, পুলিশই পারে সাধারণ মানুষের সবচেয়ে কাছের বন্ধু হতে হে সাধারনের ভিড়ে মহামানব তোমাকে সালাম এর থেকে বেশী কিছু আমার দেয়ার নাই , ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।