আমি কারো উপর ব্যক্তিগত আক্রোশ থেকে এই লিখা লিখছিনা, বিবেকের কাছে বাধ্য হয়ে সকল পুলিশের ভাবমূর্তি রক্ষায় এই লিখা লিখছি। দেশের একটা সরকারি কলোনিতে কিছুদিন থাকার সুত্র ধরে একটা জিনিস লক্ষ্য করেছি- সেখানকার কয়েকজন পুলিশের ব্যক্তিগত পশু সুলভ আচরণে ওই কলোনির সবার দৃষ্টি তে সমগ্র পুলিশ জাতিই হিংস্র। 'ওনার সাথে লাইগেন না, উনি/ওনার স্বামী পুলিশ' - সবার কাছে এখন একটা কমন ডায়লগ হয়ে দাড়িয়েছে। তাহলে একটা কলোনিরই কয়েকটা ঘটনা বলি-
ঘটনা-১. সরকারী কলোনি গুলিতে পানির সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেখানে সিরিয়াল নিয়ে ওয়াসার পানি সংগ্রহ করা লাগে। সেখানে দেখা যায় যেদিন পানির চাপ বেশি কম থাকে, সেদিন ক্ষমতাবানরা হাউজ এর মূল পাইপ লাইন খুলে তাদের নিজেদের পানির ব্যবস্থা করতে শুরু করেন, আর হাউজে লাইনে দাড়িয়ে থাকা সাধারণ মানুষ সকাল থেকে রাতের ২/৩টা পর্যন্ত দাড়িয়ে থেকে মাঝে মাঝে হতাস হয়ে ফিরে যান।
একদিন সকালে এই রকম একটা সময়ে একজন 'মহিলা পুলিশ' কে কলোনীতে নতুন আসা একজন সাধারণ মহিলা অনুরোধ করে বললেন - ভাবি একটু বালতিটা এদিকে দিবেন... প্লিজ। ওই মহিলা পুলিশ রিপ্লে করলো- আমি কি আপনার বাসার বান্দি নি? ব্লা... ব্লা... ব্লা... ওই নবাগত সাধারণ মহিলা হয়তো এর আগে বুঝে উঠতে পারেনি - একজন সাধারণ মানুষের কাছে এই প্লিজ শব্দটা এবং একটা অনুরোধের মর্যাদা থাকে, পুলিশের কাছে নয়। একজন সাধারণ বাঙালি নারী অন্য একজন বাঙালি নারীর সাথে প্রথম দেখাতেই 'বান্দি' শব্দ ব্যবহার করে কথা বলতে পারে বলে আমার মনে হয়না, তাহলে কি পুলিশের চাকুরি করেন বলেই তার পক্ষে এটা সম্ভব হয়েছে?
ঘটনা-২. কলোনির একটা বিল্ডিং মহিলারা অন্য বিল্ডিং এর সামনে গিয়ে আড্ডা/রোদ পোহাতে পারবেন না, সেক্ষেত্রেও পুলিশি ক্ষমতার ব্যবহার। এক পুলিশের স্ত্রী সবাইকে কুকুরের মত তাড়িয়ে বেড়ান। ওখানে তিনি এবং তার বান্ধবীরা ছাড়া আর কেউ আড্ডা দিতে পারেন না।
এইটা নিয়ে প্রতিদিনই ঝগড়া ঝাটি লেগেই থাকে।
ঘটনা-৩. এক জন মধ্য বয়স্কা হিন্দু ভদ্র মহিলার সাথে এক পুলিশ পরিবারের বাচ্চাদের খেলাধুলার বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে পুলিশ সদস্য তার স্ত্রী কে নিয়ে সবার সামনে ওই মহিলাকে কলোনিতে পিটিয়েছেন, সকলে দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখলেও এগিয়ে জাননি। এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত হলে কলোনি কতৃপক্ষ বিসয়টি দেখবেন বলে জানান। এমনকি ওই মহিলার পক্ষে সাক্ষী দেয়ার মত কাউকে পাওয়া জায়নি।
অনেকেই মন্তব্য করেছেন- সাক্ষী দিয়ে নিজের বিপদ ডাকবেন নাকি? / হিন্দু ওনার সাথে মিশার কি দরকার?
কেন ঘটনা গুলি এমন হলো? কেন পুলিশ মানুষের বন্ধু না হয়ে এমন নোংরা আচরণ করবে? কেন সাধারণ মানুষ পুলিশকে দেখে ভয় পাবে? কেন মানুষ আর পুলিশে ব্যবধান থাকবে? পুলিশ কি মানুষ না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।