আমাদের কথা খুঁজে নিন

   

হাবিজাবি কথন

ভুস....... একাকিত্বের অভিশাপ বলয় থেকে মুক্ত হতে চেয়েছো কখনো? কখনো কি হতে চেয়েছো মুক্ত পাখি? উড়তে চেয়েছো কি, ডানা মেলে হারিয়ে যেতে চেয়েছো কি সুদূরে? এই সুদূরতমা অভিপ্রায়ে কখনো কি বিশ্বাসের জানালায় বসতে দিয়েছো অচিন পাখি। তবে কেনো নিঃসঙ্গতায় কুকড়ে মরছো। কেনো নিজেকে উদ্ভাসিত করছো না স্বমহিমায়। কিসের এত ভয় এই পঙ্কিল জনস্রোতে। মুখ তুলে তাকাও।

খুঁজে নিজেকে পাবে সব প্রশ্নের উত্তর। নতুবা সারাজীবন প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে। তাদের বহু আরাধ্য উত্তরের সাথে সঙ্গমেচ্ছাকে বিসর্জিত করে। একটি ফুলের ঝরে পড়া হয়তো তোমাকে কাঁদাবে না, হয়তো পড়তে পড়তেও চোখে পড়বেনা মিয়ম্রান কোনো মুখ। তুমি চলে যাবে সদর্পে, সবিক্রমে রেখে যাবে কিছু কিন্তু।

সেই কিন্তুর প্রশ্নে টিকতে পারবে কি, নিঃসঙ্গ বসবাসে? জানি না জানতেও চাইনা প্রতিউত্তর। এক একটি রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। দীর্ঘতর হয় সময়। আঁধার কখনো গাঢ় থেকে গাঢ়তর হয় কখনোবা জৌলুস হারিয়ে ফিকে হতে হতে রাত্রি কলঙ্ক হয়ে দেখা দেয়। সেই রাত্রিতে কি একটু ও ইচ্ছা করে না গল্প হতে, একটুও কি ইচ্ছে করে না কবিতার পঙ্কতি হতে।

চাঁদ হয়ে কারো আশা হয়ে বাঁচতে। নাকি সব ইচ্ছেকে ছুটি দিয়ে কর্মবীর হিসাবে জাহিরের অপচেষ্টায় রত। নাকি নিঃসঙ্গ রাত আরো যেনো নিঃসঙ্গ না হয় সেই ভয় ঘুরে ফেরে তোমার মাঝে। ভয় ভেঙ্গে ফেলো, মুছে ফেলো জড়তা। জয় হবেই।

সেটা ব্যর্থতার চাদরে মোড়া হলেও জয়ী তুমি। কারন জড়ের কাছে জীবনের মানে নেই, থাকতে নেই। আমি জানি তুমি নিশ্চয় জড় নও।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।