জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। একের পর এক লটারি পেয়েই যাচ্ছি শুধু। কোনও থামা থামি নাই। ঈশ! এর একটাও যদি ড্র করা যেত, পুরাই পাঙ্খা হইয়া যাইত এক্কেরে! বুঝলাম না, দুনিয়ার সব ভালো ভাগ্য কি আমি একাই নিয়ে জন্মাইছি নাকি? মেইল একাউন্টে ঢুকলেই একটা করে লটারি পাওয়ার সুখবর পাই।
আহারে বেচারারা, আর মানুষ পেলো না; এমন একজনকে বাঁচাই করল যে কিনা জীবনে কোনও লটারিই কিনে নাই। আহা…আহা…।
মানুষের তো অনেক রকমের হবি থাকে। তো, আমি চিন্তা করতে নিছিলাম যে আমার শখটা কি? মাগার কিছুই মিলে না। তাই ভাবলাম, জেতা লটারির একটা সংগ্রহশালা বানালে কেমন হয়? এইভাবে মেইল আসা চলতে থাকলে অচিরেই বিখ্যাত কেও হয়ে যাব।
পৃথিবীর সবচেয়ে ধনবান টাইপ কিছু। বিভিন্ন জাদুগর থেকে লোকজন এসে লাইন দেবে আমার সংগ্রহশালা কব্জায় নেয়ার জন্য।
ও, নতুন সুখবর হচ্ছে, আজ একটা টাকা প্রাপ্তির মেইল পেলাম আমার ঠিকানা সহ। বিষয়টা সামান্য চিন্তার, ওরা ঠিকানা পেল কোত্থেকে?
নিচে কয়েকটা নমুনা দিলাম, দেখে খানিকটা বিনুদন পাইলেও পাইতে পারেন।
*ভুক্ত ভোগীদের প্রতিক্রিয়া শুনতে মুঞ্চাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।