I realized it doesn't really matter whether I exist or not.
রোমান্টিক গল্প পছন্দ করেন না এমন পাঠক সংখ্যা কত ঠিক জানিনা, তবে খুব স্বল্প বলেই মনে হয়। যারা রোমান্টিক ও একইসঙ্গে কিছুটা ভূতের বা হরর গল্প পছন্দ করেন, তাদেরকে আমার লেখা একটি গল্পের লিঙ্ক দিচ্ছি। আমার একটা দোষ আছে, লেখা ছোট করতে পারি না। মানে, ছোটগল্প লিখতে পারি না। গল্প-টল্প লেখা হয় না তেমন একটা, আর্টিক্যাল লিখেই অভ্যস্ত বেশি।
তবে মাঝে-মধ্যে দু'একটা লিখে ফেলি। কিন্তু সেগুলোও হয় বিশাল, যদিও ততোটা ভাল হয় না আমার লেখা। তবুও যারা অবসর আছেন, তাদের প্রতি অনুরোধ করবো, পাঁচ পর্বের রোমান্স ও থ্রিলের সমন্বয়ে রচিত গল্প "অর্পিত" পড়ার জন্য এবং মূল্যবান মন্তব্য জানিয়ে আমার লেখা গল্পটিকে মূল্যায়ন করার জন্য।
আশা করছি নিরাশ করবেন না।
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
চতুর্থ পর্ব
পঞ্চম ও শেষ পর্ব।
পড়া শেষে মন্তব্য করার জন্য অনুরোধ করা গেল। গল্প সম্বন্ধে যেকোন মন্তব্য অর্পিত সিরিজের শেষ পর্বের পোস্টে মন্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্য কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে এই পোস্টেই মন্তব্য করতে পারেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।