আমাদের কথা খুঁজে নিন

   

"কিং-কং রিমেক".... !!! (একটি Y.K মুভি)

সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... কিং কং- কম-বেশী সবাই আমরা মুভিটা দেখেছি। বেশ কয়েকবার তৈরি হয়েছে মুভিটা। ২০০৫-এ তৈরি 'কিং কং' আমার কাছে বেষ্ট মনে হয়েছে। তো, সেই 'কিং কং' এখন আপনাদের সামনে- বাংলা ডায়লগসহ এবং আংশিক পরিবর্তিত রুপে----- 'কিং-কং'- ১৯৩৩ সালের ঘটনা। ঝামেলাপ্রিয় এক ডিরেক্টর তার নতুন মুভির শুটিংয়ের জন্য দলবল নিয়ে রওনা দেয় রহস্যময় 'কংকাল দ্বীপের' উদ্দেশ্যে।

যে দ্বীপে বাস করে আজব সব প্রাণী এবং তাদের ওস্তাদ 'কিং কং' (এক বিশালাকার গরিলা), যাকে দেবতা হিসেবে পূজা করে স্থানীয় জংলীরা। তো সেই দ্বীপে শুটিং করতে যেয়েই তারা স্থানীয় জংলীদের হামলার শিকার হয়। এরপর জংলীরা তাদের দেবতা 'কিং- কং' কে খুশি করার জন্য নায়িকাকে তার কাছে উৎসর্গ করে দেয়। তারপর ??? ------------------------- 'কিং কং' নায়িকাকে ধরে নিয়ে যায় জঙ্গলের আরও গভিরে। নায়িকাও পালানোর সুযোগ খুজতে থাকে- পালাতে গিয়ে নায়িকা পরে যায় বিকট এক ডাইনোসরের খপ্পরে- ওদিকে নায়কও হন্য হয়ে খুঁজে বেরাচ্ছে নায়িকাকে--কিন্তু পথে বাধা দেয় বেরসিক কিছু ডাইনোসর, অনেক কষ্টে নায়ক খুঁজে পায় নায়িকাকে- নায়িকার খোঁজে এবার বের হয় স্বয়ং 'কিং কং'- কিন্তু ধূর্ত ডিরেক্টর তার লোকজনের সাহায্যে বন্দী করে ফেলে কিং-কং- কে।

উদ্দেশ্য, দেশে নিয়ে তাকে দিয়ে কোটি টাকা কামাবে- মুক্ত হয়েই নায়িকার খোঁজে শহরে তাণ্ডব চালায় 'কিং কং'- অবশেষে, সেই ম্যাজিক্যাল মোমেন্ট- ওদিকে সাধারন জনগন, কিং-কং-এর ভয়ে দিশেহারা। সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয় 'কিং কং'- কে খতম করে দেয়ার জন্য- তারপর ????--------------- --- ----- ------ ------- --------- ---------- ------------ ---------------- ------------------ (মুভির টার্নিং পয়েন্ট-----------) --- ---- ----- --------------------------- THE END ------------------------ উপরের এই ছবিটি ২০০৫-এর অস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তোলা। তিনি সে বছর সেরা অভিনেতার জন্য অস্কার-নমিনেটেড তবে, কোন কারনে 'জুরি বোর্ড' তার অস্কার আটকে দেয়। পরে শোনা যায় কারনটা নাকি বেশ সেনসিটিভ। সাংবাদিকরা তাকে বিভিন্নরকম প্রশ্ন করে- শোনা যায়, কোন এক অলৌকিক শক্তির কারনে কিং কং- এর আকৃতি, স্বাভাবিক মানুষের আকৃতিতে পরিনত হয়ে যায়।

চেহারার কেন পরিবর্তন হলো না- এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয়- "কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা", তার স্ত্রীরও নাকি তার চেহারা নিয়ে কোন অবজেকশন নেই, ইনফ্যাক্ট, তিনি চাচ্ছেন- আগামী প্রজন্ম যেনো বাবার মতোই চাঁদমুখ নিয়ে জন্মায়। (মুভি মরাল)- অকৃত্রিম ভালোবাসা, পশুকেও মানুষ বানাতে সক্ষম। এখানেই শেষ হয় 'কিং কং' রিমেক- এর কাহিনী। শেষ কিনা বোঝা যাচ্ছেনা কারন, তার স্ত্রী প্রেগন্যান্ট। ২য় পর্ব------ আসলেও আসতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।