আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার কিংকং আমি তো হাসতে হাসতে শেষ ট্রেইলার দেইখা

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...
এইখানে ট্রেইলারের লিংক পাইছিলাম এইবার আসেন এই ট্রেইলার থেকে আমরা এই ব্যাপক সিনেমা সম্পর্কে কিছু জ্ঞান লাভ করি- শুরু হইলো সিনেমা নায়িকা মুনমুন আর অচেনা নায়ক গেছে জঙ্গলে নাচানাচি করতে হঠাৎ থ্রি কোর্য়াটার পরা জঙ্গলীরা আক্রমন করে, নায়ক দেয় করা মাইর.. পারলে প্যান্ট খুইলা দেয় তখন কিংকং আইসা নায়িকারে কিডন্যাপ কইরা নিয়া যায় ( সে আসলে মুনমুনরে নাদুস নুদুস গরু ভাবছিলো, তাই) কিংকং আবার সেইদিন মেকআপ নেয় নাই, মুনমুন তো তারে দেইখা ভাবছে মনে হয় আয়নায় নিজের ছবি। ভয়ে মারছে এক চিক্কুর.... (মনে হয় পুরা সিনেমায় এই একটাই সট বেশ প্রাণবন্ত হইছে) নায়িকারে খুশি করতে কিংকং ব্রেক ডান্স মারতাছে বড় ভাইয়ের নাচ দেইখা আনন্দে উদ্বেলিত ছোট ভাই কিন্তু তাদের এই সুখ বেশি দিন থাকলো না, কিংকং-রে নিয়া আসা হইলো ঢাকায়। সে গেল বসুন্ধরায় শপিং-এ। রিকশা ঠিক করতে গেলে রিকশাওলা দিল দৌড়.... কিংকং ভাবলো, মুসা ইব্রাহীম এভারেস্ট এ উঠতে পারলে সে কেন বসুন্দরায় উঠতে পারবে না? তাই সেও উঠা শুরু করলো। এরপরের কাহিনী দেইখা লয়েন.... ফাউ ফাউ বহুত শোনাইছি। এখন একশন সিনেমা বানাইতে গিয়া যদি কমেডি হয়া যায়, তাইলে কার কি করার আছে????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.