তুইলা আছাড় দিতে মন চায়
আমি কিংকং। বিশাল আমার সাইজ। চলাফেরায় আমার সমস্যা। রাস্তায় চলতে পারি না। আমার জন্য সরকার যে একটু চওড়া করে রাস্তা বানাবে তাও বানায় না।
দেখি এইবার নতুন সরকার আসলো তারা কি করে? তোমরা তো তাকে বিপুল ভোটে ভোট দিয়ে সরকার বানাইলা। চিন্তা করিতিছি আমার কথা তাদের জানাবো। জানি কোন কাজ হবে না। তারা আমার সমস্যার সমাধান করতে পারবে না। আমি আজকে খুব খুশি।
বাংলাদেশ জিতসে। আমার কি যে আনন্দ হইতাছে তা তোমরা বুঝবা না। তোমাদের বোঝার ক্ষমতা নাই। তোমরা ষ্টেডিয়ামের গ্যালারীতে বইসা খেলা দেখলা আর আমি ষ্টেডিয়ামের বাইরে বইসা বইসা খেলা দেখলাম। কারণ আমি বাহিরে বইলেই মাঠের ভিতরে কি হইতাছে তা সব দেখতে পারি।
আইজগা আমার আনন্দে লাফাইতে ইচ্ছা করতাছে। কিন্তু লাফাইনা। তাইলে তো মাটি কাইপা উঠে। তোমাদের সমস্যা হয়। কিন্তু যখন বাংলাদেশ খেলায় হারে তখন মেজাজ খারাপ হইয়া যায়।
মাথা ঠিক রাখতে পারি না।
তখন খালি-----------
তুইলা আছাড় দিতে মনে চায়-----------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।