আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্টো একটা শহর

স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত। ছোট্টো একটা শহর দেখতে ইচ্ছে করে, ইট-শুরকির দালান নয় সবুজ ঘাসের বুকের উপর সাজানো কিছু ছোট্টো বাড়ি, বাড়ির পাশে রাস্তা দিয়ে অল্প কিছু গাড়ি আর বিকেল বেলা খেলার মাঠে ছেলে বুড়োর হুড়োহুড়ি। স্বপ্ন নয়, নয় রূপকথা এই ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে শ্যামল ছায়ায় ঘেরা ছোট্টো একটা শহর দেখতে ইচ্ছে করে, যেখানে বর্ষায় আকাশ দেখা যায়, আকাশে রংধনু দেখা যায়, গাছের ডালে ভেজা শালিকের ডাক শোনা যায়। ছোট্টো শহরের মানুষগুলো ঠিক আগের মতোই চাই যাদের চেনা মুখগুলো প্রতিদিন প্রাণে জোয়ার বয়ে আনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।