শাফিক আফতাব---------- ব্যাঙের ছাতায় ছেয়ে গেছে আঙিনা, কুনোরা বেরিয়েছে গৃহকোণ হতে, ক্কুড় ক্কুড় ডাকে মুখরিত করছে ভোরের শুদ্ধ বাতাস, চোখ খুলে দেখি গভীর রাত, কেউ জেগে নেই, কয়েকটি বেশ্যা আছে, আর আছে নিশাচর, আর কিছু পদ্য লেখক,কিছু মাগির দালাল, কেউ মাথা গুঁজে দিয়েছে আবহমান প্রপাতে, কেউ যুদ্ধযানের জন্য সৈনিক বেশে মাথায় পড়ছে ক্যাপ, ইদানিং ভুল হয়, সন্ধ্যাকে মনে হয় ভোর, আর ভোরকে সন্ধ্যা, রাত্রিদুপুরকে মধ্যদুপুর বলে ভুল করি। যুবতী কলাবতী রমণীদের মনে হয় বন্ধ্যা। ভ্রমে ভুলে ভরে গেছে দেশ, রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে জীবাণুর কীট, শপথ করেও মাতি,খেলি পাশা আর তাস, গণ্ডারের চামড়া হয়েছে আমাদের পিঠ। ভ্রমেই আকাশে দেখি পাখিরা হাঁটছে, পাপিষ্ট মানুষের নিম্নাঙ্গে গঁিজয়েছে দীর্ঘ লেজ, বানরের মতোন তারা নাচছে, আর স্বর্ণরৌপে ভরে ঘুষখোরের শোকেস।............. ০৭.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।