সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
আজকাল বড্ডো ভ্রমে মজে থাকি
গাছের পাতার ফাকে চাঁদ আর ফ্লাডলাইটের আলো-
পার্থক্য বুঝি না।
ফুল ছেড়ে ভুল ধরি
নদী ছেড়ে ডোবা।
সুন্দরী তরুণীর চোখ নিয়ে খেলছে ছয় বছরের শিশু
আমি মশগুল ভ্রমে।
চুল ছেড়ে পায়ের নোখের কাছে ঠায় বসে থাকি।
আহা কি সুন্দর, কী সুন্দর!
ভ্রমে থাকা বড়ই সুন্দর।
ভ্রমে থাকা মানেই সুখে থাকা
আহা ভারি সুখে আছি।
হাতের তালুতে মাটির কনা নিয়ে হাতের পরশ ভাবী
আহা চলে যাওয়া তোমাকে বুকে তুলে নিয়ে
ভ্রমে ওষ্ঠে ছোয়াই আগুন।
তুমি জ্বলে যাও
আমি ধোয়া হই।
ভ্রমে ধোয়া হয়ে যায় ফুল
আমি হয়ে যাই সাপ
সাপের পা দেখে নিজের পা দেখি
আহা বড়ো ভ্রমে আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।