আমাদের কথা খুঁজে নিন

   

৬ পয়েন্ট পেছনেই রইলো বার্সেলোনা

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা চুক্তি থেকে বাদ আশরাফুল, নতুন ক্রিকেটাররা রকি ক্যাটাগরীতে আইপিএলে বোলারদের আতংক গেইল! আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ছয় পয়েন্টের ব্যাবধান কিছুক্ষনের জন্য নয়ে নিয়ে গিয়েছিলো। কিন্তু লা লীগার পরের ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ব্যাবধান আবার ছয়ে নামিয়ে আনলো বার্সেলোনা। খেলার শুরু থেকেই আক্রমনাত্মক খেলা খেললেও গোলের দেখা পাচ্ছিলোনা বার্সেলোনা। হবে হবে করেও হচ্ছিলোনা গোল। ২৫ মিনিটের সময় গোল পেয়ে যেতে পারতো বার্সেলোনা।

কিন্তু বিলবাও এর ডিফেন্ডার জনের বিশ্বমানের এক সেভে বঞ্চিত হয় বার্সা। খেলার ৪০ মিনিটের সময় দারুন এক পাল্টা আক্রমন শানায় বার্সা। দারুন গতিতে প্রতিপক্ষের রক্ষনভেদ করে ইনিয়েস্তাকে বল বাড়িয়ে দেন মেসি, আর ইনিয়েস্তা পেনাল্টি বক্সের সামনে থেকে জোরালো কিকে বল জালে জড়িয়ে দেন। বার্সেলোনা এগিয়ে যায় ১-০ গোলে। এরপর খেলার ৫৮ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান দ্বিগুন করেন মেসি।

বার্সা স্ট্রাইকার তেল্লোকে বিলবাওয়ের মিডফিল্ডার মার্টিনেজ অবৈধভাবে ট্যাকেল করলে পেনাল্টি পায় বার্সা। ২-০ ব্যাবধানে ম্যাচ জেতার ফলে লা লীগায় রিয়াল মাদ্রিদের ছয় পয়েন্ট পেছনে থাকা বার্সেলোনার মোট পয়েন্টের সংখ্যা ৭২। মূল রিপোর্ট পড়ুন আরো পড়ুন >> হিগুয়েইনের এর ১০০ গোল রোনালদো আর হিগুয়েইনের জোড়া গোলে রিয়ালের বড় জয় ক্রিকেটের বাইরে কিছুই ভাবতে চাই না - সাকিব আল হাসান (সাক্ষাতকার)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।