পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন কাউকে নিয়োগ দিতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটির প্রস্তাব নাকচ করেছে সরকার। আজ শনিবার সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক এমডি মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া যাবে না। প্রতিষ্ঠানটির (গ্রামীণ ব্যাংক) একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে এটা (অনুসন্ধান কমিটি) হতে পারে না। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে। ভালো কেউ যাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, রাষ্ট্রদূত তা নিশ্চিত করতে বলেছেন। অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা (টিইসিএফ) সম্পর্কিত যে চুক্তি হওয়ার কথা ছিল, তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সূত্র : প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।