এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
বিফলে মূল্যফেরত যাবে অনিশ্চয়তার হাটে।
গ্যারান্টি ডানায় দেখো ছলনার পেখম, ওটাই মেকাপ!
গ্ল্যামারের চমক। দেখো আজও মেঘ উত্তাপ ধরে রাখে
গ্লোবাল ওয়ার্মিংয়ের বালছাল তত্ত্ব ফেলে
বর্ষার আগেই বন্যায় আমাকে তলিয়ে দিয়েছে,
কপালের তিলে।
আগুনের পথে দমকল ছুটে গেলে চোখে,
আমাকেই বর্ষণ ভাবো,
বজ্রসহ আবহাওয়া দফতরের পিলে চমকে দিয়ে
হাটে হাটে বেচা-কেনা চলে মন!
কপালের তিলে তাল হয়ে ওঠে প্রেম
আংশিক প্রিপেইড
অথবা এটিএম বুথ গ্রামার ভুলে গেছে।
গ্ল্যামার! গ্ল্যামার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।