ভাল থাকেত চাই, ভাল রাখতে চাই মুদ্রাস্ফীতি বর্তমানে আমাদের মত উন্নয়নশীল দেশ গুলোতে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বর্তমানে আমাদের দেশে মুদ্রাস্ফীতি দুই অংকের ঘর ছাড়িয়ে গেছে, যা যথেষ্ট পরিমাণে দুঃখজনক। আমাদের দেশের সরকার শত চেষ্টা করেও মুদ্রাস্ফীতি লাগাম ধরে রাখতে পারছে না। যার ফলশ্রুতিতে দ্রব্য মূল্য দিন দিন পাগলা ঘোড়ার মত বেড়েই চলছে, আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী হিমশিম খাচ্ছে, আগে তারা দিন এনে দিন খেতে পারত কিন্তু এখন সেটাও তাদের কপালে জুটছে না। মধ্যবিত্তরা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে, পণ্য দ্রবের দাম আকাশচুম্বী, বাজারে গিয়ে চোখ কপালে উঠছে কিন্তু দ্রব্যের দাম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে তাদের বেতন বাড়ছে না।
অন্যদিকে, মুদ্রার অবমূল্যায়ন এর ফলে টাকার বিপরীতে ডলারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রা ছাপানোর ফলে একদিকে মুদ্রাস্ফীতি বাড়ছে অন্যদিকে আমদানিকৃত দ্রব্যের দাম বাড়ছে।
এই পরিস্থিথি থেকে উত্তরণেরন জন্য আমাদের দেশের সরকারের এখনি কিছু বিকল্প ব্যাবস্থা গ্রহণ করা উচিৎ । উন্নত দেশগুলোর অতীত ইতিহাশ পর্যালোচনা করে তাদের উন্ননের মুল মন্ত্র গুলো আমাদের অনুসরণ করা উচিত ।
সরকারের উচিৎ হবে নতুন নতুন আমদানী বিকল্পন শিল্প স্থাপনে উৎসাহ প্রদান করা, শিশু শিল্প সংরক্ষণের ব্যাবস্থা গ্রহণ করা । খাদ্য উৎপাদনের জন্য জমির উর্বরতা বৃদ্ধি করা এবং অধিক ফলনশীল শস্য চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা। কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবগত করার জন্য প্রসিক্ষনের ব্যাবস্থা গ্রহণ করা ।
রপ্তানিমুখী শিল্প স্থাপনের জন্য সরকারের উচিৎ হবে আরও EPZ গড়ে তোলা। দেশের রপ্তানির শতাংশিক হার বৃদ্ধি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করে তুলতে হবে।
দেশে বিদ্যুৎ ও জ্বালানী খাতের উন্নয়নের জন্য আরও বেশি নতুন নতুন পাওয়ার প্লান্ট স্থাপন করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানীর অভাবে অনেক শিল্প মুখ থুবড়ে পড়ছে। পি পি পির মাধ্যমে যদি এই কাজ গুলো আরও জোরদার করতে হবে।
বর্তমানে দেশে অনেক বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ ও জ্বালানী খতে কাজ করতে আগ্রহী এবং অনেকেই করছে, সরকারী সহযোগিতা পেলে তারা আরও সাবলীলভাবে তাদের কাজকে এগিয়ে নিতে পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।