মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। নগ্নতাই পাওলির আদর্শ। সম্প্রতি বলিউডভিত্তিক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন পাওলি। তিনি বলেন, শিল্পীর কাজ হচ্ছে নিজেকে শতভাগ উপস্থাপন করা।
সেজন্য পরিচালকের নির্দেশ তাকে যথাযথভাবে পালন করতে হয়। আবেদনময়ী দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে নগ্নতাকে প্রাধান্য দেয়া বাঞ্ছনীয়। এসব দৃশ্যে শিল্পী যদি একগাদা পোশাক পরে অভিনয় করেন, তাহলে বাস্তবতাকে উপেক্ষা করা হবে। মনে রাখতে হবে, নগ্নতা যেমন শিল্পীর কাজের একটি অংশ, তেমনি এক ধরনের শিল্পও। ’ সাক্ষাৎকারে পাওলি আরো জানান, সম্প্রতি তিনি আরেকটি নতুন ছবিতে নগ্নদৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন।
ছবির নাম ‘চোলি কে পিছে’ ছবিটি একযোগে ভারতসহ বেশ কটি দেশে মুক্তি পাবে। জানা গেছে, নগ্নতার জন্য এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহান গোস্বামি ও নন্দনা সেন। তারপরই পাওলিকে কাস্ট করা হয়েছে। নগ্নতাকে কেন্দ্র করে ‘মনের মানুষ’খ্যাত বাঙালি ললনা পাওলি দামকে নিয়ে ভারতজুড়ে অনেক আগে থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। নগ্ন কিংবা অর্ধনগ্ন হয়ে একের পর এক তিনি বিতর্কে জড়িয়ে পড়ছেন।
শ্রীলংকার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘ছত্রাকে’ বিবসনা হয়ে চার মিনিটের একটি শয্যাদৃশ্যে অভিনয় করে বেশ কিছুদিন তিনি সংবাদের শিরোনাম ছিলেন। তার রেশ কাটতে না কাটতেই আরেকটি ছবির পোস্টারে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে বেশ সমালোচিত হয়েছেন পাওলি দাম। ‘হেইট স্টোরি’ শিরোনামের এ ছবির পোস্টারে পাওলিকে একজন পুরুষের ওপর অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে। এবার নগ্নতাকে তার আদর্শ বলে ঘোষণা দেয়ায় ভারতজুড়ে নতুন বিতর্ক জন্ম দিলেন পাওলি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।