এই ব্লগে পড়ার মত কিছু নেই, শূন্য ব্লগ পড়ে আছে তাই মাঝে মাঝে ফেসবুকের ২/১টা স্ট্যাটাস এখানে দিই " লোডশেডিং এর দরকারও আছে , মানুষ যাতে ভুলে না যায় লোডশেডিং বলতে কিছু একটা আছে । "
-সংসদে প্রধানমন্ত্রী।
লোডশেডিং এর যন্ত্রনা তো আপনাকে পোহাতে হয়নি কখনো,এজন্যই লোডশেডিং কি সেটা ভুলে গেছেন। ভুলে গেছেন লোডশেডিং এর যন্ত্রনাও। ভুলে গেছেন লোডশেডিংয়ে পরীক্ষার্থীদের যন্ত্রনা।
আর তাই পারছেনও জনগনের সাথে এমন কৌতুক করতে।
আমরা তো সব মেনেই নিই,আমরা মেনেই নিয়েছি আমরা সার্বক্ষনিক বিদ্যুৎ পাবনা। । তবু জনগনের সাথে এমন কৌতুকের মানে কি?
আপনার কি ফেসবুকে কৌতুকের পেজগুলোতে লাইকের সংখ্যা দেখে হিংসা হয়?কৌতুক বলে আপনিও অসংখ্য লাইক কমেন্ট পেতে চান? তাহলে আপনার নামে একটা কৌতুকের পেজ খুলুন। সবার আগে আমি লাইক দিব,প্রমিজ।
কৌতুক পরে মন প্রান খুলে হাসবও।
কিন্তু এখন হাসতে পারছিনা,হাসির চাইতে কান্নাই বেশি পাচ্ছে, কারণ কৌতুক শোনার পর আমার মনে পরে যায় আপনি আমার দেশের প্রধানমন্ত্রী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।