Dropbox হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটি ব্যবহার করে আপনি আপনার গুরুত্বপূর্ন ফাইল সহজেই Cloud এ Synchronized রাখতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে http://www.dropbox.com এ গিয়ে আপনার ইমেইল আইডি দিয়ে একটি একাউন্ট তৈরি করতে হবে, পরবর্তীতে ইমেইল এ গিয়ে Dropbox একাউন্টটা এক্টিভেট করতে হবে। ঐ সাইট থেকেই আপনি Dropbox এর ডেস্কটপ ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। Dropbox ইন্সটল দেয়ার পর ডেস্কটপ ভার্সন এ আপনাকে সাইন ইন করতে হবে এবং আপনার পিসি তে Dropbox নামে একটি ফোল্ডার তৈরি হবে। ওই ফোল্ডারে আপনি যা ই রাখবেন আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকলে তা আপনার Dropbox একাউন্ট এ Synchronize হয়ে যাবে। আপনি যদি ডেস্কটপ এ ওই ফাইল ডিলেট অথবা পরিবর্তন করেন তাহলে আপনার Dropbox একাউন্ট এ ও ওই ফাইলের পরিবর্তন ঘটবে। এতে করে আপনি আপনার ফাইলগুলো পৃথিবীর যেকোন প্রান্ত থেকে খুব সহজেই ইউজ করতে পারবেন। ড্রপবক্স এর ফ্রী ভার্সন এ আপনি ২ জিবি পর্যন্ত ডাটা ফ্রী রাখতে পারবেন আর কাউকে ইনভাইট করলে আপনি আরো ২৫০ এমভি ডাটা ফ্রী পাবেন, এরকম করে আপনি ৮ জিবি পর্যন্ত ফ্রী স্পেস পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।