আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল শেয়ার এবং স্টোর করুন Dropbox এর সাহায্যে

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব... আপনারা অনেকেই হয়তো Dropbox এর নাম শুনেছেন। অনেকেই হয়তো ব্যবহারও করেন। তবে যারা Dropbox এর ব্যপারে জানেন না তাদের জন্য আমার আজকের পোষ্ট। Dropbox হলো অনলাইন স্টোরের একটি জনপ্রিয় সাইট। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল গুলো সংরক্ষণ করে রাখতে এবং অপরের সাথে শেয়ারও করতে পারেন।

প্রথমাবস্থায় এটাকে আমি আমার অনলাইন পেন-ড্রাইভ হিসেবে কাজে লাগাতাম। আপনারা Dropbox এ আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলো (যেমন: CV, ছবি, গান, ভিডিও) আপলোড করে রাখতে পারেন এবং পৃথিবীর যেকোন প্রান্ত হতে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। আপনি ইচ্ছা করলে এর সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনি যেই ড্রাইভে সফটওয়্যারটি ইন্সটল করবেন সেই ড্রাইভে বা ফোল্ডারে যাই রাখুন ড্রপবক্স আপনা আপনি ওদের Server এর ফাইলটি আপলোড করে নিবে। ফলে আপনার ফাইল গুলো পিসিতে এবং অনলাই দু’যায়গাই ই নিরাপদ।

Dropbox এ একাইন্ট খুল্লে আপনি ২ জিবি যায়গা পাবেন এবং পরে তা ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। Dropbox আসলেই গুরুত্ব পূর্ণ সাইট। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাই দেরি না করে এখনি এখান থেকে রেজিষ্ট্রেশন করে ফেলুন। লেখাটি প্রথম প্রকাশিত আমার ব্লগে - Information Tech BD ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.