আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । আমাদের জীবনের আদর্শ হলো মহানবী (সাঃ) এবং উনার সাহাবীগণ । উনাদের জীবনীতে কি পাওয়া যায় যে ওনারা কেউ তাদের স্ত্রীদের পিটিয়েছেন ? মাঝ খান থেকে একটা কথা তুলে দেওয়া কি ধর্মকে হেয় করার উদ্দেশ্য নয় ?
ইসলাম হলো সার্বজনীন ও ব্যাপক ধর্ম । এখানে সব অপশনই রাখা হয় ।
যেমনঃ বহু-বিবাহ সমাজে প্রচলিত নয় কিন্তু ইসলামে তা অনুমোদন আছে তাই বলে কি সবাইকে বলা হয়েছে বহু-বিবাহ করতে ? অপশন না থাকলে এরকম পরিস্হিতি সৃষ্টি হলে কিভাবে সমাধান হবে ? যদিও তা সাধারণ নয় । তবে হাতে গোণা দু-একটা তো হতে পারে । তেমনি ভাবে স্ত্রীকে শাসন করাও সব সময়ের বিষয় নয় । কিন্তু সেরকম পরিস্হিতি কি হতে পারেনা ?
স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বপূর্ণ ও ভালোবাসার সম্পর্ক । দাম্পত্য জীবন কিভাবে পালন করতে হবে তা অবশ্যই আশরাফ আলী থানভী (রহঃ) ওনার বইয়ে ভালো ভাবেই আলোচনা করেছেন ।
উনি নিশ্চয়ই বলেন নি যে, স্ত্রীকে সব সময় খালি মারধর করে শাসন করতে । যেটা উল্লেখ করেছেন সেটা অনেকটা ব্যাতিক্রমের মতো - সব কিছুর মধ্যেই ব্যাতিক্রম থাকে । এখন কোন বিষয় আলোচনা করতে গেলে আপনাকে সব কিছুই তুলে ধরা উচিত ।
এখন প্রশ্ন হলো - স্ত্রীকে কি কোন সময়-ই মারধর করা যাবেনা ? বা কোন ধরনের স্ত্রীদের করা যাবে ? কোন ধরনের পরিস্হিতিতে ? উত্তরটা কি একটু চিন্তা করলে পাওয়া যায় না ? মানুষের জীবন অনেক বড় এবং জটিল স্হান । এখানে অনেক ঘটনাই ঘটে ।
যেমনঃ আপনি যদি দেখেন যে আপনার স্ত্রী খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ছে, আপনি কি করবেন ? চেয়ে চেয়ে দেখবেন ? নাকি তাকে শাসন করবেন ? আপনার একটু শাসনে সে ফিরেও আসতে পারে । তাই বলে তাকে পিটিয়ে আধমরা তো করতে বলা হয়নি । শাসনের লিমিট আছে তাতে কাজ না হলে তাকে পরিত্যাগ করতে হবে । ইসলামে তা পরিস্কার বলা আছে ।
আরেকটা প্রশ্ন হলো- স্বামী অন্যায় করলে কি স্ত্রী তাকে পিটাবে ? না ।
সে অধিকার তার নেই । কারণ স্বামী-স্ত্রী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও স্বামী হলো ঘরের কর্তা । স্ত্রীর ভরণ-পোষণ ও নিরাপত্তার দায়িত্ব স্বামীর । স্বামী অন্যায় করলে সে তার থেকে দূরে থাকতে পারে এবং অন্যান্য মুরুব্বীদের নিকট অভিযোগ করতে পারে । এখন যদি তা না করে তার গায়ে হাত তুলে তাকে শাসন করতে যায় , এ সংসার যে টিকবে না তা মোটামুটি নিশ্চিত ।
কারণ তাহলে সংসারে মারামারি বেধে যাবে ।
যারা বলে যে, ধর্ম হলো কুসংস্কার । তারা নিজেরাই জানেনা যে কুসংস্কার কি জিনিষ । ইসলাম কোন কুসংস্কার নয় । ইসলাম হলো বর্তমানে একমাত্র সত্য ধর্ম ।
বাকীগুলো হলো বাতিল এবং বিকৃত । সত্যিকার ইসলাম পালন করলে মানুষ শান্তিতে থাকে । মানুষের কর্মকান্ডের কারণে , ধর্মের অপব্যবহারের কারণে স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ মানুষের দোষ না দেখে ধর্মের দোষ দেখে । তারা বিষয়টার গভীরে না গিয়ে ধর্মকে গালাগালি করে ।
এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারনা শয়তানের সহযোগীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় মাত্র।
প্রত্যেক মুসলমান ভাই ও বোনকে ইসলামকে ভালো ভাবে জানার ও তা পালন করার অনুরোধ করছি । ইসলামকে পালন না করলে ইসলামের কোন ক্ষতি হবে না । বরং ক্ষতি হবে যারা পালন করবেনা তাদের । আমাদের সমস্যা হলো - আমরা ইসলামকে জানি না ও জানার চেষ্টাও করিনা এবং আমাদের সামনে সত্যিকার ইসলাম পালন করার মানুষও এখন চোখে পড়েনা । তাই ইসলাম আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং আমরা অমুসলিমদের প্রচারনাও বিভ্রান্ত হচ্ছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।