আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারক স্বামীদের পরিণতি!

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
সে অনেক অনেক কাল আগের কথা। অন্তঃসলীলা নদীর তীরে সুবর্ণদ্বীপ নামে ছিল এক জনপদ, যা শাসন করত প্রখর বুদ্ধির নারীরা। সুখী সমৃদ্ধ জনপদ সুবর্ণদ্বীপ, সব কিছু চলছিল খুব চমৎকার, যতক্ষণ না পর্যন্ত কতিপয় পুরুষ তাদের স্ত্রীদের প্রতি অবিশ্বস্ত হয়ে পরকীয়ায় লিপ্ত হল। পুরুষদের অবিশ্বস্ততার দরুণ সমাজে ঘনায়মান বিশৃঙ্খলা দূর করতে সুবর্ণদ্বীপের মহারাণী পরিবার-প্রধান সব নারীকে রাজপ্রাসাদে তলব করে ফরমান জারি করলেনঃ "আমি অবগত হয়েছি আমার রাজ্যে এক বা একাধিক পুরুষ পরকীয়ায় লিপ্ত।

যদিও তোমাদের কেউই নিশ্চিত নয় তার নিজের স্বামী পরকীয়া লিপ্ত কিনা, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো অন্য স্বামীদের মধ্যে কে বা কাহারা পরকীয়ায় লিপ্ত। যা হোক, আমি তোমাদের প্রত্যেককে নিষেধ করে দিচ্ছি স্বামীদের অবিশ্বস্ততা সংক্রান্ত কোনো কথা অন্যের সাথে আলোচনা করতে। কিন্তু আজ থেকে তোমরা নিজ নিজ স্বামীর প্রতি গভীর নজর রাখবে এবং যে দিনই আবিষ্কার করবে তোমার স্বামী অবিশ্বস্ত, সেদিনই মধ্যরাতে তাকে গুলি করে মেরে ফেলবে। " কোনো খুন খারাবি ছাড়াই একে একে কেটে গেল ৩৭টি মধ্যরাত। ৩৮তম মধ্যরাতে সুবর্ণদ্বীপের নিস্তব্ধ হঠাৎ খান খান হয়ে গেল একযোগে অনেকগুলি গুলির শব্দে! প্রশ্নঃ ১।

নির্দোষ কোনো স্বামী মারা গিয়েছিল কি? ২। অবিশ্বস্ত কোনো স্বামী বেঁচে গিয়েছিল কি? ৩। আগের রাতগুলিতে কেন গুলির শব্দ শোনা যায়নি? সঠিক উত্তরের জন্য পুরস্কারঃ যুক্তি গণিত বিষয়ক উপাধি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।