বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। মোবাইল নিয়ে বিশ্বের বৃহত্তম এই আয়োজনে প্রদর্শিত হয়েছে বিশ্বের সেরা সব মোবাইল নির্মাতাদের তৈরি সেরা সব ফোন। এসব ফোনের মধ্যে কয়েকটি স্মার্টফোনকে বলা হচ্ছে আগামী দিনের স্মার্টফোন। নিত্য নতুন সব ফিচার নিয়ে এসব ফোন সাড়া ফেলেছে প্রদর্শনীতে আগত সব ধরনের দর্শনার্থীদের। পাশাপাশি প্রযুক্তি বিশ্লেষকরাও এসব স্মার্টফোনের ফিচারে সন্তোষ প্রকাশ করেছেন।
এই রকম কয়েকটি আলেচিত ফোনের খবর তুলে ধরা হলো এই লেখায়।
ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল মোবাইল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২’। জিএসএমএ আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় মোবাইল বিশ্বের রাজধানী স্পেনের বার্সেলোনায়। স্মার্টফোনের এই যুগে বড় বড় সবগুলো স্মার্টফোন নির্মাতাই অংশ নিয়েছেন এই আয়োজনে। নকিয়া, এইচটিসি, সনি, স্যামসাং, হুয়াওয়ে, প্যানাসনিক, এলজি, এসার, জেডটিই এবং অন্যান্য নির্মাতারা তাদের আগামী দিনের সব স্মার্টফোন হাজির করেছে এই প্রদর্শনীতে।
এসব প্রতিষ্ঠানের নিয়ে আসা শতাধিক ফোনের মধ্য থেকে প্রযুক্তি বিশ্লেষক এবং সমালোচকদের মতামতের উপর ভিত্তি করে ইন্টারনেট ঘেঁটে পাওয়া গেল সেরা কয়েকটি ফোনের কথা, যেগুলোকে বলা হচ্ছে সময়ের সেরা ফোন। কেউ কেউ এই স্মার্টফোনগুলোকে আগামী দিনের ফোন বলেই অভিহিত করছেন। এই ফোনগুলের পরিচিতি দেখে নিই এই লেখায়।
এইচটিসি ওয়ান এক্স
এইচটিসি ওয়ান এক্সকে বলা হচ্ছে এই প্রদর্শনীর সেরা স্মার্টফোন। অনেকেই একে এখন পর্যন্ত বাজারে আসা সব স্মার্টফোনের মধ্যেও অন্যতম সেরা হিসেবেই স্বীকৃতি দিতে চান।
এর ৪.৭ ইঞ্চি আকৃতির সুপার এলসিডি ডিসপ্লের রেজ্যুলেশন ৭২০ পিক্সেল। একে বলা হচ্ছে এলসিডি ২- পেনটাইল ডিসপ্লে, যা মানে বর্তমানের সব ডিসপ্লে’র চেয়ে উন্নত। মাত্র ৭.৯ মিমি পুরুত্বের এই ফোনে রয়েছে ১.৫ গিগাহার্জ গতির এনভিডিয়া টেগরা ৩ কোয়াড-কোর প্রসেসর। ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সাথে রয়েছে ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং একটি ক্যামেরা। আর এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যানড্রয়েডের সর্বশেষ চমক জাগানো সংস্করণ অ্যানড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ।
নকিয়া ৮০৮ পিওরভিউ
স্মার্টফোনে সাম্প্রতিক সময়ে নকিয়ার অবস্থান খুব বেশি ভালো না হলেও নকিয়া তাদের বাজার ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর আগে তারা উইন্ডোজ ফোন লুমিয়া ৮০০ দিয়ে বাজারে কিছুটা সাড়া ফেলতে সমর্থ হয়েছে। তবে এবারে তারা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিয়ে এসেছে চমক জাগানো ৪১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন ৮০৮ পিওরভিউ। কার্ল জেইস’র লেন্সে তৈরি এই ক্যামেরা এখন পর্যন্ত যেকোনো মোবাইল ডিভাইসে ব্যবহূত সর্বোচ্চ রেজুলেশনের ক্যামেরা। ১০৮০ পিক্সেল আর ৪এক্স জুম বিশিষ্ট ক্যামেরার এই ফোনে অডিও রেকর্ডিংয়ের মানও অত্যন্ত উন্নত।
সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত এই স্মার্টফোন প্রশংসিত হয়েছে সবার কাছেই।
স্যামসাং গ্যালাক্সি বিম
স্মার্টফোনের রাজ্যে স্যামসাং শুরু থেকেই অত্যন্ত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এর গ্যালাক্সি সিরিজের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এসেছে ‘গ্যালাক্সি বিম’ স্মার্টফোন। এর বিশেষত্ব হচ্ছে এতে সংযুক্ত করা হয়েছে একটি ডিএলপি প্রজেক্টর, যা একে করে তুলেছে অনন্য। ১৫ লুমেন্স ব্রাইটনেসের এই প্রজেক্টর ফোনের ডিসপ্লে থেকে যেকোনো কিছুকেই পর্দায় ফেলা সম্ভব।
প্রফেশনালদের কাছে এই ফোনের কদর একটু বেশি হবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষত যারা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের সাথে জড়িত রয়েছেন, তাদের কাছে এর চাহিদা অনেক বেশি হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ৭২০ মেগাহার্জ প্রসেসরের এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ২.১ অপারেটিং সিস্টেম।
হুয়াওয়ে অ্যাসেন্ড ডি
নানান মডেলের অ্যানড্রয়েড ফোন নিয়ে এসে হুয়াওয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২-তে তারা প্রদর্শন করেছে তাদের নতুন স্মার্টফোন হুয়াওয়ে অ্যাসেন্ড ডি।
এতে রয়েছে কোয়াড কোরের প্রসেসর, যার গতি ১.৫ গিগা হার্জ। ১ জিবি র্যাম আর বিল্ট-ইন ৪ জিবি স্টোরেজের পাশাপাশি এতে রয়েছে মাইক্রোএসডি স্লট। ফলে এর স্টোরেজও বৃদ্ধি করা যাবে ৩২ জিবি পর্যন্ত। সাড়ে চার ইঞ্চি আকৃতির এই ফোনে রয়েছে ৭২০ বাই ১২৮০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবেও এতে রয়েছে অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ।
এলজি অপটিমাস ৪এক্স এইচডি :
স্মার্টফোনে নতুন চমক হিসেবে এলজি প্রদর্শন করেছে আইসক্রিম স্যান্ডউইচ বা অ্যানড্রয়েড ৪.০। এর ইঞ্চির বিশাল ডিসপ্লে রয়েছে এতে যা ৭২০ বাই ১২০০ পিক্সেল পর্যন্ত রেজ্যুলেশন সমর্থন করে। এতেও রয়েছে এনভিডিয়া টেগরা৩ কোয়াড-কোর প্রসেসর, যার গতি ১.৫ গিগাহার্জ। ১ জিবি র্যাম আর ১৬ জিবি বিল্ট-ইন স্টোরেজের পাশাপাশি মাইক্রোএসডি স্লটও রয়েছে এতে। রয়েছে দুইটি ক্যামেরা- ৮ এবং ১.৩ মেগাপিক্সেল যা ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ভিডিও ধারণে সক্ষম।
এলজি’র এই স্মার্টফোন তাদের বাজার বাড়াতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস এলজি’র।
সনি এক্সপেরিয়া পি
স্ক্রিন রেজুলেশনের দিক থেকে সমালোচকদের নজর কেড়েছে সনির নতুন এক্সপেরিয়া পি। এর স্ক্রিনের পিক্সেলের ঘনত্ব প্রতি ইঞ্চিতে ২৭৫ পিক্সেল। ৫৪০ বাই ৯৬০ পিক্সেল রেজুলেশনের এই টিএফটি ডিসপ্লে খুব ভালো মানের বলেই প্রশংসিত হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে ১ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর।
এর ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলের এইচডি ভিডিও ধারণ করা সম্ভব। সাথে একটি ফ্রন্টফেসিং ভিজিএ ক্যামেরাও রয়েছে। সাদা রংয়ের এই ফোনটিকে ‘হোয়াইট ম্যাজিক’ হিসেবেই আখ্যায়িত করেছে সকলে।
ইত্তেফাক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।