আমাদের কথা খুঁজে নিন

   

কি বুঝলে স্যার হতে চেয়েছিলাম তোমার ম্যাডাম , হয়ে গেলাম সবার ম্যাডাম

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ওগো শুনছো স্যার আমি হয়েছি ম্যাডাম ভেবেছিলাম আমি ছিলাম তোমার প্রথম ছাত্রী হব শুধু তোমারই ম্যাডাম কিন্তু হলাম অনেকের ম্যাডাম ইচ্ছে ছিল ক্লাশ নিব আর খুব যত্ন করে শিখাবো আর নিলাম তো নিলাম আমার জন্মের ভয় ম্যাথ-১ কাল আছে সি++ আর ইন্টারনেট এণ্ড ওয়েব টেকনোলজি আরো আছে ডাটা কমিউনিকেশন আবার ম্যাথ স্ট্যাটিসটিকস এন্ড প্রবাবিলিটি আরো আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ভাবছি আমি বসে বসে মাথা আমার নষ্ট হবে তোমার মত কদিন পরে তুমি যেমন আজকে বল খুব ভালবাসি আর তোমার মত মেয়ে হয় না কালকে বল তোমারে আমার ভাল লাগে না দুচোখে দেখতে ইচ্ছে করে না আমার মাথার তারগুলো যেন ছিড়ে না তোমার মত কি বুঝলে স্যার হতে চেয়েছিলাম তোমার ম্যাডাম , হয়ে গেলাম সবার ম্যাডাম  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.